ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

স্বামীকে ফিরে পাওয়ার অপেক্ষায় শ্রাবন্তী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭, ২৮ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। সেখানে স্বামীসহ তার সাত ও সাড়ে তিন বছর বয়সী দু’টি কন্যাসন্তানকে নিয়ে থাকতেন এই অভিনেত্রী।

এদিকে, গত ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিস পাঠান স্বামী খোরশেদ আলম। বগুড়া সদরের কালীতলার শিববাড়ী সড়কে শ্রাবন্তীর বাবার বাসার ঠিকানায় এই নোটিস পাঠানো হয়।

2.শ্রাবন্তী ‘এলেন-গেলেন’ কিন্তু স্বামীকে কী পেলেন?

এরপর গত ২৫ জুন দুই মেয়েকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন শ্রাবন্তী। ২৬ জুন রাজধানীর খিলগাঁও থানায় স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর যৌতুকের মামলা করেন তিনি।

দেশে ফিরে দু’পক্ষের উপস্থিতিতে মামলাটি নিষ্পত্তির চেষ্ট করা হয়। কিন্তু খোরশেদ আলমের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। ফলে সংসার টিকানো নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন শ্রাবন্তী। দেশে ফেরার পর থেকে খোরশেদ আলম কোনো প্রকার যোগাযোগ রাখেননি শ্রাবন্তী ও তার সন্তানদের সঙ্গে, এমনও অভিযোগ বরাংবার শোনা গেছে স্ত্রীর কাছ থেকে।

পরে উপায়ন্তর না পেয়ে ১২৪ দিন বাংলাদেশে অবস্থান করার পর শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন শ্রাবন্তী। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে। এই সময় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

3.শ্রাবন্তী ‘এলেন-গেলেন’ কিন্তু স্বামীকে কী পেলেন?

তবে তার কয়েকদিন আগে, শ্রাবন্তী ফেসবুকে জানান, আমার সব ভালোবাসা আলমের জন্য। আমি অপেক্ষা করবো। এখন আমাকে লম্বা পথ পাড়ি দিতে হবে। আমাকে দুই মেয়ের কথা ভাবতে হবে।

স্বামী মোহাম্মদ খোরশেদ আলমের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের ব্যাপারে বলেছেন, এই গ্রিন কার্ডকে অকার্যকর করার জন্য আমি কোনো ব্যবস্থা নেবো না। আলম আমার সন্তানদের বাবা। যদি কোনো দিন তার ভুল ভাঙে তাহলে ও আবার সন্তানদের কাছে ফিরে আসবে। সেই দিনটির জন্য আমি অপেক্ষা করবো।

তাছাড়া বিয়ের দেনমোহরের ১০ লাখ টাকা নিয়েও আমার কোন মাথা ব্যথা নেই। স্বামীকেই যদি না পাই, এসব দিয়ে কী করবো? আর স্বামীকে পেলে এসবের তো আরো দরকার নেই।

২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তী বিয়ে করেন মোহাম্মদ খোরশেদ আলমকে।

নিউজওয়ান২৪/জেডএস