সৌম্য–মিঠুনের খেলা হচ্ছে না আফগান লিগ
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
আফগানিস্তান প্রিমিয়ার লিগ এপিএলে খেলা হচ্ছেনা সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের। দুজনকে অনুমতি দেয়নি বিসিবি। বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান আপাতত মনোযোগ দিচ্ছেন জাতীয় লিগে।
শুক্রবার বিকেলে দুবাইয়ে উড়াল দেয়ার কথা ছিল সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনের। দুজনের খেলার কথা ছিল আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দল কান্দাহার নাইটসের হয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যানকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বিসিবি।
জাতীয় দলের ব্যস্ততার কথা ভেবেই দুজনকে এনওসি দেয়া হচ্ছে না বলে জানালেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, জাতীয় দলের ব্যস্ততা ও আসন্ন দুটি হোম সিরিজের কথা ভেবে সৌম্য ও মিঠুনকে আমরা এনওসি দিতে চাচ্ছি না।
শনিবার রাজশাহী থেকে জাতীয় লিগের প্রথম পর্বের ম্যাচটা খেলেই আজ ঢাকা চলে আসেন সৌম্য। মিঠুন অবশ্য দুবাইয়ে এশিয়া কাপ খেলেই বিশ্রামে। বিকেল ৫টার ফ্লাইটে দুজনের চলে যাওয়ার কথা দুবাইয়ে। কান্দাহার নাইটসের সঙ্গে দুজনেরই ২০ হাজার ডলারের (১৬ লাখ টাকা) চুক্তি।
কিন্তু এনওসি না পাওয়ায় আপাতত এপিএল খেলার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে দুজনকে। সৌম্য-মিঠুন এপিএলের জায়গায় জাতীয় লিগ খেলতে কাল চলে যাবেন খুলনায়। সামনে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি, যেটি শুরু এ মাসের শেষ দিকে। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি হোম সিরিজের পর বিপিএল।
বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তাসকিন আহমেদ খেলছেন এপিএলে। সৌম্য-মিঠুনকে না দেয়া হলেও তাসকিনকে কেন এনওসি দেয়া হয়েছে, আকরাম সেটির ব্যাখ্যাও দিয়েছেন, ও তো ফাস্ট বোলার, দীর্ঘদিন চোটে ভুগেছে। মাত্রই চোট থেকে ফিরেছে। দেখি ওখানে কেমন করে। হয়তো দু-এক ম্যাচ খেলে তাকেও ফিরে আসতে হতে পারে।
এপিএলে খেলার কথা ছিল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমেরও। দুজন অবশ্য চোটে পড়ে আপাতত বিশ্রামে। শারজায় এপিএল শুরু হচ্ছে আজ, যেটির ফাইনাল ২১ অক্টোবর।
নিউজওয়ান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল