সেনা কর্মকত্যা ওয়াজি হত্যা ‘পরিকল্পনারী’ আটক
স্টাফ রিপার্টার

নিহত সেনা কর্মকর্তা ব্রি. জেনারেল (অব.) ওয়াজি আহমেদ -ফাইল ফটো
ঢাকা: ঢাকার মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহমেদ চৌধুরী হত্যাকাণ্ডের ‘মূল হোতাকে’ আটক করার কথা জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার সকালে র্যাব-৪ জানয়, পল্লবী থানা এলাকার রাস্তা থেকে বুধবার রাতে আহাদ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আহাদই হত্যাকাণ্ডের হোতা বলে জানায় র্যাব। এ রিপার্ট লেখা পর্যন্ত তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে এই আহাদ আলীই গৃহকর্মী আব্দুল আহাদ কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজি আহমেদকে (৭৬) রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসায় হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত ৫ অক্টোবর সন্ধ্যায় ওই বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধর করে ঢাকা সিএমএইচে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটের গোলাপগঞ্জের বাসিন্দা ওয়াজি আহমেদ চৌধুরী সেনাবাহিনী থেকে ১৯৯২ সালে অবসরে যান। বিপত্মীক ওয়াজি আহমেদে ছোট ছেলে ফুয়াদ আহমেদ চৌধুরীকে (৪০) নিয়ে মহাখালী ডিওএইচএসের ৪ নম্বর সড়কের ১৪৮ নং বাসায় থাকতেন। তার স্ত্রী আতিয়া বছর ছয়েক আগে গত হন। বড় ছেলে নাবিদ আহমেদ চৌধুরী (৪৪) প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছিল, ওয়াজির গলায় কালো দাগ এবং বুকের বাঁ পাশ আর ডান পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় ওয়াজি আহমেদের ভাতিজা রেশাদ আহমেদ পরদিন কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ওই বাসার গৃহকর্মী আহাদ ওরফে আবদুল্লাহকে আসামি করা হয়। বাসা থেকে একটি টেলিভিশন, মোবাইল ফোন ও ল্যাপটপ খোয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
রহস্যময় হত্যাকাণ্ড
মামলাল এজাহারে রেশাদ আহমদ চৌধুরী বলেন, নিহতের ছেলে ফুয়াদ স্পষ্টভাবে কথা বলতে পারেন না এবং কানে কম শোনেন। একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। তার বাবার লাশ উদ্ধারের আগে গভীর রাত পর্যন্ত ইন্টারনেটে কাজ করে নিজের ঘরে ঘুমাতে যান। তাই বাসায় থেকেও তিনি ঘটনার ব্যাপারে কিছুই জানতে পারেননি।
রেশাদ আরও জানান, তার চাচা ও চাচাতো ভাই ফুয়াদের দেখভাল করতেন গৃহকর্মী আবদুল আহাদ। বাসার জিনিসপত্র ও টাকা-পয়সা সবকিছু তার জিম্মায়ই থাকতো। এ কারণে অল্প কিছু মালপত্র চুরির জন্য হত্যার প্রয়োজন ছিল না। আর চুরি করতে চাইলে বাসায় স্বর্ণসহ অনেক দামি জিনিসপত্র ছিল। সেগুলো ফেলে ঢাউস আকারের টিভি নেওয়াটা অস্বাভাবিক ঠেকেছে। হয়তো ঘটনাটিকে চুরি হিসেবে দেখানোর উদ্দেশ্যে এটি করা হয়ে থাকতে পারে। সম্ভবত অন্য কোনো উদ্দেশ্যে কেউ ওয়াজি আহম্মেদকে হত্যা করিয়েছে।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ