সু-খবর দিলেন সাকিব
নিউজ ডেস্ক
ফাইল ছবি
ঝুঁকি জেনেও অনেকটা বিসিবির চাওয়া ও নিজের সম্মতির উপর ভর করেই এশিয়া কাপ খেলতে দুবাই গিয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টুনামেন্টের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগ মুহূর্তেই আঙুলের চোটটা আরো বড় হয়ে সামনে এলো।
দল যখন অঘোষিত সেমিফাইনালে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে লড়াই করছে তখন হঠাৎই খবর এলো- দেশের বিমান ধরেছেন সাকিব। তার আঙুলের অবস্থা খুব খারাপ।
কিন্তু সেটা কতটা খারাপ তা অনুমান করা গেল চিকিৎসার জন্য সাকিবের অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে। কোটি কোটি টাইগার ভক্তদের মনে দুর্ভাবনার কালো মেঘ জমিয়ে জানানো হলো, সাকিবের আঙুল আর কোনোদিনই ভালো হবে না। তিনি খেলতে পারবেন, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন না।
তবে দেশ ছাড়ার আগে সৃষ্টিকর্তার ওপরই সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন সাকিব। এবার বিশ্বজুড়ে তার অগণিত ভক্তদের জানালেন স্বস্তির খবর। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন সাকিব। মঙ্গলবার তার আঙুলের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেয়া হয়েছে।
রিপোর্ট হাতে পাওয়ার পর গণমাধ্যমকে সাকিব নিজেই বলেছেন, রিপোর্ট সব ভালো। ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। তবে পুরো সেরে উঠতে সময় লাগবে।
সাকিবের উন্নতি চোখে পড়ার মতো বলছেন চিকিৎসকরা। তার আঙুল থেকে চামড়া উঠা শুরু হয়েছে। তবে পুরোপুরি সেরে উঠতে কতদিন লাগবে সেটি বলা যাচ্ছে না। আপাতত চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন মাস ব্যাট হাতে নিতে পারবেন না সাকিব। এই সময়ের মধ্যে ব্যথা সেরে গেলে অস্ত্রোপচার লাগবে না, অন্যথায় বিকল্প নেই।
নিউজওয়ান২৪/এএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল