ঢাকা, ২২ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

সুবর্ণজয়ন্তীতে জাতীয় খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৩২, ৩ এপ্রিল ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আম্পায়ারের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে গ্যালারি জুড়ে উল্লাস। পতাকা নিয়ে খেলোয়াড়দের স্টেডিয়াম প্রদক্ষিণ। ফুটবল আর ক্রিকেট ব্যর্থ হলেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সফল হয়েছে জাতীয় কাবাডি দল। শহীদ নূর হোসেন স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ ২০২১ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। 

করোনা মহামারির মধ্যেও জাতীয় খেলা কাবাডির ফাইনাল দেখতে স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ। বাংলাদেশ ম্যাচে প্রথমে লিড নেয়। ৮ পয়েন্ট পর্যন্ত লিড ছিল বাংলাদেশের। এরপর কেনিয়া ম্যাচে ফেরে। প্রথমার্ধে কেনিয়া ১৮-১৫ পয়েন্ট নিয়ে বিরতিতে যায়। বিরতির পর বাংলাদেশ দুর্দান্তভাবে ম্যাচে ফেরে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ লোনা ও বোনাস পয়েন্ট নিয়ে পেছনে ফেলে সফলকারীদের। ম্যাচের সময় যত বাড়তে থাকে বাংলাদেশ ব্যবধান আরও বাড়ায়। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 

খেলা বিভাগের সর্বাধিক পঠিত