সিলেটের অধিনায়ক ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
এবার আর বাংলাদেশের অলরাউন্ডারকে দেখা যাবে না দলনেতার 'আর্মব্যান্ড' হাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ পঞ্চম আসরে সিলেট সিক্সার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন নাসির হোসেন। পরিবর্তে অস্ট্রেলিয়ার বাঁহাতি তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে দেওয়া হচ্ছে নেতৃত্বের গুরুদায়িত্ব।
আগামী বিপিএলে সিলেট সিক্সার্সের অধিনায়ক হচ্ছেন ওয়ার্নার। শুক্রবার নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্য করে তারা লিখেছে, 'নতুন অধিনায়ককে স্বাগত জানান, তার নাম ডেভিড ওয়ার্নার!'
গেল বিপিএলে নাসিরের অধীনে ভালো শুরু করলেও পরে আর ছন্দ ধরে রাখতে পারেনি সিলেট। প্রথম তিন ম্যাচে টানা জয়ের পেলেও পরের নয় ম্যাচের কেবল একটিতেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল তারা। আসরে অংশগ্রহণকারী সাত দলের মধ্যে পঞ্চম হয়ে সিলেট উঠতে ব্যর্থ হয়েছিল প্লে-অফে। এবার তাই নেতৃত্বে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।
গেল অক্টোবরের শেষ দিকে অজি তারকা ওয়ার্নারকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল সিলেট। বর্তমানে তিনি বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২০১৯ সালের ২৯ মার্চ।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল