ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

সিরিজ হারলেও টাইগার নাঈম শীর্ষে 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:১০, ১১ নভেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে প্রথম কোনো সিরিজ জেতার অপেক্ষায় ছিল বাংলাদেশ। আর তাতেই সৃস্টি হতো নতুন এক ইতিহাস।  

কিন্তু তীরে এসে তরী ডুবলো টাইগারদের। ১৪৪ রানেই থেমে গেল বাংলাদেশের ইনিংস। এতে ৩০ রানে হেরে সিরিজ খোয়ালো মাহমুদউল্লা’র দল। জিতে নিলো ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এরই ফলে ৩০ রানে জয় পেয়ে সিরিজ জিতেছে ভারত। বাংলাদেশ সিরিজ হারলেও সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন মোহাম্মদ নাঈম। ৩ ম্যাচে ১৪৩ রান করে শীর্ষে আছেন তিনি। তার সর্বোচ্চ ইনিংস ৮১।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শ্রেয়াস আইয়ার। ৩ ম্যাচে ১০৮ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ রান ৬২। ৯৬ রান নিয়ে তালিকায় তৃতীয়স্থানে আছেন রোহিত শর্মা। তার সর্বোচ্চ রান ৮৫।

নিউজওয়ান২৪.কম/এমজেড

খেলা বিভাগের সর্বাধিক পঠিত