সিরিজ বাংলাদেশের!
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা আজ মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ক্যারিবীয়দের। জিতলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ, রচিত হবে আরেকটি সাফল্যের গল্প।শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
চলতি বছরের শুরুতে ক্যারিবীয় সফরে গিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিততে চায় টাইগাররা। যদিও দলীয় অধিনায়ক মাশরাফির দৃষ্টি কেবল আজকের ম্যাচে, ‘সিলেটের চিন্তা এখনই করা উচিত হবে না। আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে হবে। ওই ম্যাচের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত রাখতে হবে।
দ্বিতীয় ম্যাচের জন্য ক্যারিবীদের নিয়ে আলাদা কোনো পরিকল্প না আছে কি না এই প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘প্রতিটা ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। প্রথমটা জিততে পেরেছি, দ্বিতীয় ম্যাচের আগে আমাদের একই পরিকল্পনা নিয়ে নামতে হবে এবং ১০০% ক্রিকেটটাই খেলতে হবে। আলাদা করে আর কোনো পরিকল্পনা তো আসলে হয় না। যেটা হয় সেটা হচ্ছে প্রতিটা ম্যাচ জিততে পারা।’
প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাদের ছুঁড়ে দেয়া ১৯৬ রানের মামুলি টার্গেট ১৫ ওভার আর ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় টাইগাররা। দাপুটে জয়ের পরও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ দেখছেন না মাশরাফি। ক্যারিবীয়দের নিয়ে যথেষ্ট সতর্ক তিনি।
প্রথম ম্যাচে চার ওপেনারের সঙ্গে তিন পেসার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। লিটন দাস ছাড়া আর কেউই রান পাননি। অপরদিকে, বল হাতে রুবেল হোসেন ছিলেন অন্য সবার চেয়ে খরুচে। তবে দল জেতায় আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল