সাদা পোশাকে বিদায় জানাবেন হাফিজ
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবি টেস্টের পরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অবসর প্রসঙ্গে হাফিজ বলেন, পাকিস্তানের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে বেশি মনোযোগী হব। আগামী বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দিকেই আমি বেশি নজর দিতে চাই। পাশাপাশি দলের নেতৃত্বও দিয়েছি। আমি খুবই সন্তুষ্ট যে দীর্ঘ ১৫ বছর নিজের সেরাটা দিয়ে দেশের জন্য খেলার চেষ্টা করেছি। দেশের হয়ে আমি ৫৫টি টেস্ট খেলেছি, এ জন্য নিজেকে সম্মানিত বোধ করছি। এবার টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
হাফিজের অবসরের ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি এক বিবৃতিতে বলেন, ‘টেস্ট ক্রিকেটে হাফিজের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। টেস্ট ফরম্যাটে বেশ কিছু স্মরণীয় ও ম্যাচজয়ী পারফরম্যান্স করেছে হাফিজ।’
২০০৩ সালের আগস্টে করাচিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় হাফিজের। এর পর থেকে দেশের জার্সি গায়ে ৫৫টি টেস্ট খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টসহ ৫৫ টেস্টের ১০৪ ইনিংসে ৩,৬৪৪ রান করেছেন হাফিজ। ১০টি সেঞ্চুরির সঙ্গে ১২টি হাফ-সেঞ্চুরিও করেছেন তিনি। ব্যাট হাতে তাঁর সেরা ইনিংস ২২৪ রান। ২০১৫ সালে খুলনায় বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেন তিনি। বল হাতেও পারদর্শী হাফিজ। ব্রেক-থ্রু এনে দিতে বেশ পারদর্শী তিনি। উইকেট নিয়েছেন ৫৩টি।
তবে সীমিত ওভারের ক্রিকেট খেলে যাবেন হাফিজ। এখন পর্যন্ত ২০৩টি ওয়ানডে ও ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল