ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

সাজঘরে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

৫ উইকেট হারিয়ে ৭৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। গতকাল মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ৫০৮ রানে অলআউট হয়ে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টপা টপ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজের উইকেট তুলে নেন সাকিব আল হাসান।

প্রথম ওভারেই অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে শূন্য রানে আউট করেন সাকিব। দলীয় ৬ রানের মাথায় উইকেট তুলে দেন মেহেদি হাসান মিরাজ। কাইরন পাওয়েলকে বোল্ড করেন বিরাজ। দলীয় ১৭ রানের মাথায় সুনীল আমব্রিসকে বোল্ড করেন সাকিব আল হাসান।

এরপর দুই উইকেট তুলে নিল মিরাজ। দলীয় ২৯ রানের মধ্যে রস্টন চেজ এবং শাই হোপকে বোল্ড আউট করেন মিরাজ। বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে টেনে তুলেন শেন ডওরিচ এবং শিমরন হেটমায়ার। কিন্তু তৃতীয় দিনে প্রথম থেকেই আবার ওঠা বোটা উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই উইকেট তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ।

বিধ্বংসী শিমরন হেটমায়ারকে নিজের বলে নিজেই ক্যাচ ধরেন মিরাজ। ৩৯ রান করেন শিমরন হেটমায়ার। পরের ওভারেই এসে আবারও উইকেট তুলে নেন মিরাজ। দেবেন্দ্র বিশুকে আউট করে পাঁচ উইকেট তুলে নেন তিনি। এটি মিরাজের টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট। পরের ওভারে এসে আবারও উইকেট তুলে নেন মিরাজ। ১ রান করা কেমার রোচকে ক্যাচ আউট করেন তিনি।

শেষ পর্যন্ত মিরাজ তাণ্ডবে সব উইকেটে হারিয়ে ১১১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব আল হাসান ৩, মেহেদি হাসান মিরাজ ৭ উইকেট।

উইন্ডিজ টেস্ট স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, শেরমন লুইস, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।

নিউজওয়ান২৪/ইরু

খেলা বিভাগের সর্বাধিক পঠিত