ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

সাইফউদ্দিনের পর মিরাজের আঘাত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ২৪ অক্টোবর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই আঘাত হেনেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এরপর  মেহেদি হাসান মিরাজের বলে ফিরে গেলেন আরেক ওপেনার। ২৭ বলে ২০ রান করা চিপহাস জুহওয়াওকে ফজরে রাব্বির ক্যাচে প্যাভিলিয়নমুখী করেন তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

সাইফউদ্দিনের অফ স্টাম্পের বাইরের স্লোয়ার বল একটু আউট সুইং করে বেরিয়ে যাওয়ার পথে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন মাসাকাদজা। ব্যাটের কানায় লেগে আসা সহজ ক্যাচ গ্লাভসে জমান উইকেট রক্ষক মুশফিকুর রহিম।

১৮ বলে দুটি চারে ১৪ রান করে ফিরে যান মাসাকাদজা। তার বিদায়ের সময় ৪.৫ ওভারে জিম্বাবুয়ের স্কোর ১৮/১। ক্রিজে সিফাস জুওয়াওয়ের সঙ্গী ব্রেন্ডন টেইলর।

এর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুধবার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। শিশিরের কথা মাথায় রেখে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

রবিবার হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

নিউজওয়ান২৪/এমএম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত