সস্তায় পেয়েও কেউ কিনলো না যুবরাজকে!
স্পোর্টস ডেস্ক
আগামী ২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে আয়োজিত নিলামে অবিক্রীত থেকেছেন যুবরাজ সিং। ভারতের ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যানকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
মঙ্গলবার ভারতের জয়পুরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের নিলাম। এবারের নিলামে যুবরাজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। কিন্তু এত সস্তায় পেয়েও তাকে দলে নেয়নি কেউ। পারফরম্যান্সে ভাঁটা পড়লে ক্রিকেটারদের হাল কেমন হয়, সেটারই যেন প্রমাণ মিলল যুবরাজ দল না পাওয়ায়।
তাই বলে আগামী আইপিএলে যুবরাজকে দেখা যাবে না, সেটা এখনই ভাববার কোনো কারণ নেই। যদি নিলাম শেষে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়, তবে তিনি খেলতেও পারেন। কিন্তু গেল মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তার যে পারফরম্যান্স ছিল, তাতে যুবরাজের দল না পাওয়ার সম্ভাবনাই বেশি।
গেল বছর জুনে ভারতের জার্সিতে সবশেষ খেলা যুবরাজ ২০১৮ আইপিএলে সুযোগ পেয়েছিলেন মোটে ৮ ম্যাচে। ৬ ইনিংসে করেছিলেন মাত্র ৬৫ রান। স্ট্রাইক রেটও তার নামের সঙ্গে মানানসই ছিল না। মাত্র ৮৯.০৪। বল হাতেও যুবরাজ ছিলেন উইকেটশূন্য।
ফলে ২ কোটি রুপিতে পাঞ্জাব যুবরাজকে কিনলেও মৌসুম শেষে ছেড়ে দেয়। আর এবার তো দলই পেলেন না আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি এই ক্রিকেটার। ২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু ১৪ কোটি রুপিতে দলে নিয়েছিল তাকে। পরের বছরেই রেকর্ড ১৬ কোটি রুপিতে তিনি যোগ দিয়েছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে (বর্তমানে দিল্লি ক্যাপিটালস)।
কেবল যুবরাজ নন, দল পাননি নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্রেন্ডন ম্যাককালাম, ইংল্যান্ডের বিগ হিটার অ্যালেক্স হেলস ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো তারকা ক্রিকেটাররা।
সমৃদ্ধির বাংলাদেশ/এমএন
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল