সরলেন এরশাদ
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুকের) পক্ষে সমর্থন দিয়ে সেই আসন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
বিকেল সাড়ে ৩টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে আওয়ামী লীগের প্রার্থী ফারুক দেখা করতে এলে, এরশাদ নৌকার প্রার্থীর মাথায় হাত বুলিয়ে তাকে আসনটি ছেড়ে দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আমি তোমাকে আসনটি দিলাম। তুমি এগিয়ে যাও। আমার দোয়া রইল তোমার সঙ্গে। বিকেল পৌনে ৪টায় প্রেসিডেন্ট পার্ক থেকে বের হয়ে যান চিত্রনায়ক ফারুক।
এদিকে বিকেল ৫টায় সম্মেলনের মাধ্যমে ঢাকা-১৭ আসন থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সাবেক এই রাষ্ট্রপতি।
শারীরিক অসুস্থতার কারণে ঢাকা-১৭ আসনে নির্বাচন থেকে সরে গেলেন এরশাদ। সিঙ্গাপুরে মেডিকেল চেক আপ করে এলেও জাপা চেয়ারম্যান গুরুতর অসুস্থ। তার স্বাভাবিক চলাফেরা প্রায় অসম্ভব বলে জানান তার ব্যক্তিগত কর্মচারী-কর্মকর্তারা।
এছাড়া নির্বাচনী প্রচারণায় এরশাদের অনুপস্থিতিতে মাঠে লাঙ্গলের অবস্থাও খুব একটা ভালো নয় বলেও জানান ঢাকা-১৭ আসনে পার্টির অনেক নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক পার্টির কয়েকজন নেতা জানান, এরশাদের শরীর এতোটাই খারাপ যে, চেয়ারম্যানের দায়িত্ব পালনও তার জন্য কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ও যে কোন সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও