সপরিবারে দেশ ছেড়েছেন সাকিব!
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেই ওমরাহ হজ পালনের উদ্দেশে স্বপরিবারে দেশ ছাড়লেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এই সফরে তার সঙ্গী আছেন ক্রিকেটাঙ্গনের আরেক পরিচিত মুখ দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনিও পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।
এদিকে, গত মৌসুমে (হজ) সৌদি আরব সরকারের রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করে এসেছেন সাকিব আল হাসান। ওইসময় তিনি গিয়েছিলেন একা। এবার তার জীবনের সবচেয়ে কাছের তিন নারীকে (মা শিরিন আখতার, স্ত্রী উম্মে আল হাসান শিশির ও কন্যাসন্তান আলায়না হাসান অব্রিকে) নিয়ে ওমরাহ পালনে গেলেন সাকিব।
রোববার বিকেল চারটায় সাকিবদের বহনকারী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সৌদি এয়ারলাইন্সের বিমানটি সরাসরি সৌদি আরবের জেদ্দায় অবতরণ করবে বলে জানা গেছে। আর ওমরাহ হজ পালন শেষে আগামী ২৯ ডিসেম্বর সাকিব দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।
উইন্ডিজ সিরিজ শেষ করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পেয়েছেন ছুটি। যদিও এই ছুটি জাতীয় দল থেকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। উমরাহ থেকে ফিরেই তাই সাকিবকে মনোযোগ দিতে হবে বিপিএলে।
দ্য সমাপ্ত উইন্ডিজ সিরিজে সাকিব ছিলেন বেশ উজ্জ্বল। টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ের পর টাইগাররা টি-২০ সিরিজে হেরে গেলেও এই সিরিজে সাকিব পেয়েছেন সিরিজ সেরার খেতাব। একইসঙ্গে বনে গেছেন টি-২০ ফরম্যাটের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এবং সবচেয়ে বেশিবার সিরিজ সেরা হওয়ার মাইলফলক সাফল্য।
নিউজওয়ান২৪/জেডআই
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল