ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘সন্তুষ্ট’ নান্নু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৪, ২৪ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিশেষ করে মে মাসে ইংল্যান্ডে বিশ্বকাপ টাইগারদের বড় লক্ষ্য। সেই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত বাংলাদেশ! এ বছর দেশ-বিদেশ মিলিয়ে দারুণ কেটেছে টাইগারদের। চ্যালেঞ্জ নেয়ার মতো ভারসাম্যপূর্ণ দলও পাওয়া গেছে তিন ফরমেটে। যে বিষয়টিকে সন্তুষ্টি হিসেবেই দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার মতে, এই অভিজ্ঞতা কাজে লাগবে সামনেও।

ঘরের মাঠে আগামী ১০ মাস কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা নেই বাংলাদেশ দলের। এ বছর জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে শেষ হয়ে সব আয়োজন। আগামী বছর থেকে শুধুই বিদেশ চ্যালেঞ্জ। 

তিনি বলেন, ‘দেশে তো আমরা দুটা সিরিজ খেললাম। অনেক দিন পর দুটা সিরিজ খেলা হলো। সবকিছু মিলিয়ে পারফরমেন্স অবশ্যই সন্তোষজনক। আমরা খুব সন্তুষ্ট যে, দলে একটা ভারসাম্য এসেছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে। আগামীদিনে যে সিরিজগুলো আছে সেখানে এখানের অভিজ্ঞতা কাজে লাগবে।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এ বছর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলে বাংলাদেশ দল। সেখান থেকে দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নেয় টাইগাররা। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হারলেও ঢাকায় জয় দিয়ে সমতায় ফিরে সাকিব আল হাসানের দল। এই সিরিজ শেষ হতেই বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। 

তাদের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ শুরু হয় টেস্ট দিয়ে। ৯ বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে ফের টেস্ট সিরিজ জিতে নেয় সাকিবরা। সেই সঙ্গে সফরে এসে প্রথমবার বাংলাদেশের মাটিতে তারা শুধু টেস্টই হারেনি, হোয়াইটওয়াশ হয়ে খোয়ায় সিরিজও। ওয়ানডে সিরিজে দারুণ শুরু করে মাশরাফির দল। প্রথম ম্যাচ জিতে নেয় মিরপুর শেরেবাংলা মাঠে।  কিন্তু পরের ম্যাচে হেরে ধাক্কা খায়। শঙ্কা দেখা দেয় সিরিজ হারেরও।

কিন্তু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ওয়ানডে অভিষেক ম্যাচে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। এরপর সামনে আসে প্রথমবার কোনো পূর্ণাঙ্গ সিরিজে টানা তিন ট্রফি ঘরে তোলার সুযোগ। 

কিন্তু সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে যায় সাকিবের দল। তবে ঢাকায় দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরে টাইগাররা। কিন্তু ওয়ানডের মতো জয় মিলেনি টি-টোয়েন্টি সিরিজে। শেষ ম্যাচে নানা ভুলের ভারে হেরে যায় দল।

সেই সঙ্গে হারায় সিরিজও। তবে ৫ মাস আগে ওয়েস্ট  ইন্ডিজ সফরে গিয়ে বাজেভাবে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে ফিরেছিল টাইগাররা। 

আগামী বছর ১৩ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এই বছরের টানা সফল্য দারুণভাবে কাজে আসবে বলেই জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। আমাদের আগের বারের নিউজিল্যান্ড সিরিজে খারাপ অভিজ্ঞতা ছিল। আমি মনে করি এখন খেলোয়াড়রা অনেক পরিণত, অনেক দিন পর আমরা সিরিজে তিনটা টেস্ট ম্যাচ খেলতে যাব, এটাও একটা বড় চ্যালেঞ্জ। তিনটা টেস্ট ম্যাচ তো আমরা সবসময় খেলতে পাই না, এটা খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জের হবে। আমি আশাবাদী যে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। ’

লম্বা আন্তর্জাতিক ব্যস্ততা শেষে এখন বিশ্রামে যাবে বাংলাদেশ দল। নতুন বছরের শুরুতেই ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু হবে। তবে বিপিএলের পারফরমারদের নিউজিল্যান্ড সফরে দলে ভেড়ানোর সম্ভাবনা খুব একটা নেই বলেও জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, নিউজিল্যান্ডের জন্য তো অবশ্যই আমাদের মাথায় আছে।

আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আলাপ করব। আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা এটা নিয়ে বসব। যে কন্ডিশনে যেভাবে খেলতে হবে, ওইভাবেই কিন্তু আগাতে হবে। আমাদের মাথায় পরিকল্পনা আছে সেটা নিয়ে কাজ করব। আগামী ১৫ই জানুয়ারির মধ্যেই আমরা দল ঘোষণা করব। বিপিএলের ফরমেটটা আলাদা। 

খেলা বিভাগের সর্বাধিক পঠিত