ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শেষ হলো ৫ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শন উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৯, ১৩ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের তিন বিভগীয় শহরে পাঁচ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শন উৎসব মঙ্গলবার শেষ হলো। 

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে শুক্রবার থেকে বিভাগী শহর চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চলচ্চিত্র উৎসবে ব্যাপক সাড়া পেয়েছে তারা। অংশগ্রহণও ছিল সন্তোষজনক। 

চট্টগ্রামে ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হয় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে। এখানে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুটি করে চলচ্চিত্র দেখানো হয়।

খুলনায় ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হয় শহরের গোলকমনি পার্কে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রতিদিন ২টি করে ইরানি চলচ্চিত্র দেখানো হয়।

রাজশাহীতে জেলা শিল্পকলা একাডেমি রাজশাহী মিলনায়তনে প্রতিদিন সকাল ১১টায়, বিকাল ৩টা ও ৫টায়  তিনটি করে ইরানি চলচ্চিত্র দেখানো হয়।

এর আগে গত ৩ থেকে ৬ নভেম্বর ঢাকার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ঢাকাসহ চার বিভাগীয় শহরে আয়োজিত এই ইরানি চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

নিউজওয়ান২৪/টিআর