শেষ ষোলোতে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
বুধবার রাতে ঘরের মাঠে কালচারাল লিওনেসাকে ৪-১ গোলে হারায় বার্সা। দলের হয়ে সুয়ারেজের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন মুনির আল হাদ্দাদি ও ম্যালকম।
দুই লেগ মিলিয়ে ব্যবধান ৫-১। প্রথম লেগে কাতালানরা জিতেছিল ১-০ গোলে। প্রথম লেগে লিওনেসার মাঠে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছিল বার্সা। তবে ব্যবধান কম হলেও অ্যাওয়ে ম্যাচে পাওয়া গোল বেশ খানিকটা এগিয়েই রেখেছিল তাদের।
রোববার এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বি জন্য এই ম্যাচে বিশ্রাম দেয়া হয় মেসি ও জেরার্ড পিকেকে। তবু নিজেদের মাঠে চেনা দর্শকদের সামনে লিড নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি কোপা ডেল রে’র বর্তমান চ্যাম্পিয়নদের। ১৮ মিনিটেই মুনির আল হাদ্দাদির গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টদের। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচের ক্রস থেকে দুর্দান্ত গোল করেন স্প্যানিশ তারকা।
২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানিশ সুয়ারেজ। এবারও যোগানদাতা সেই রাকিটিচ। প্রথমার্ধেই তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ৪৩ মিনিটে ম্যালকমের গোলে জয় প্রায় নিশ্চিত করে স্বাগতিকেরা। হেড থেকে গোল করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্যবধান কমান ইয়ুসেপ সেনে। জটলা থেকে পাওয়া সেনের গোলেও স্বস্তি পায়নি অতিথিরা। ৭০ মিনিটে ড্যানিশ সুয়ারেজের দ্বিতীয় গোলে ব্যবধান আরও বাড়লে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।
বড় ব্যবধানে জিতেও ম্যাচ শেষে কিছুটা চিন্তার ভাজ বার্সেলোনার কপালে। ম্যাচের শেষ দিকে ইনজুরিতে পড়েন ম্যালকম। পরে তাকে মাঠই ছেড়ে যেতে হয়। ম্যালকম নিয়ে বার্সেলোনার ইনজুরির তালিকাটা আরও লম্বা হল। ইনজুরির কারণে আগে থেকেই সাইডলাইনে আছেন লুইস সুয়ারেজ, স্যামুয়েল উমতিতি, সার্জিও রবের্তো ও রাফিনহা।
নিউজওয়ান২৪/ইরু
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল