ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

শিল্পার ‘এনিম্যাল ফার্ম’ ভণ্ডামি: ধরা খেয়ে বললেন- সরি পড়িনি

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ২৯ নভেম্বর ২০১৬   আপডেট: ০০:১৯, ২ ডিসেম্বর ২০১৬

শিল্পাশেঠির অবস্থা হয়েছে এখন অনেকটাই যেন ‘হুলের জ্বালায় ঝালাপালা প্রাণটা রাখা ভার/ কাতর হয়ে বলে শেয়াল-ছারনারে ভাই ছার!’- এর মতো।

গা জ্বালানো মন্তব্য আর হুল ফোটানো কথার এতো বিশাল আক্রমণ জীবনে আর সইতে হয়নি তাকে। পত্রিকার করা প্রশ্নের জবাবে বেহুদা পণ্ডিতি করতে গিয়েই তার এই অবস্থা এখন। ক্ষুব্ধ ভক্ত-সমালোচকরা তাকে কথার বিষে যেভাবে ‘ছিল্লা-কাইট্টা লবণ লাগাচ্ছেন, তা কহতব্য নয়। ‘শুধু সুন্দরী’ না হয়ে সুস্থ-স্বাভাবিক মানুষ হলে শিল্পা হয়তো মাথা ঘুরে পড়ে যেতেন ওইসব মন্তব্যে।

নিউজওয়ান২৪.কম-এ আর পড়ুন হট মডেলের সঙ্গে সেলফি: সব কূল গেল পাকিস্তানি ‘টেডি মোল্লার’

তো কী করেছিলেন শিল্পা? ভারতে শিশু শ্রেণির পাঠ্য তালিকায় সত্যজিৎ রায়ের ফেলুদা, জে কে রাওলিংয়ের হ্যারি পটার ও আগাথা ক্রিস্টির রচনা অন্তর্ভুক্ত করা নিয়ে মন্তব্য করতে বলা হয় তাকে। মুম্বাই টাইমসে দেওয়া ওই ইন্টারভিউয়ে শিল্পা বলেন, লর্ড অব দ্য রিংস ও হ্যারি পটারের মতো বই সিলেবাসে অন্তর্ভুক্ত করা একটি অসাধারণ কাজ হয়েছে। কারণ, এসব বই শিশুমনে কল্পনা এবং সৃষ্টিশীলতা জাগিয়ে তোলে।

এ পর্যন্ত সব ভালই ছিল। কিন্তু এরপরই বাড়তি কথা বলতে গিয়ে শিল্পা বলেন- কর্তৃপক্ষের উচিৎ লিটল ওমেন বইটিও তালিকায় রাখা। কারণ, শিশু মননে নারীদের প্রতি শ্রদ্ধাবোধ জাগায় এই বইটি। এমনকি এনিমেল ফার্মের মতো বইও পশুর প্রতি যত্ম ও ভালবাসা শেখাতে পারে শিশুদের।

নিউজওয়ান২৪.কম-এ আর পড়ুন রিফিউজিদের অপমান করলেন প্রিয়াঙ্কা!

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জর্জ অরওয়েলের ‘এনিম্যাল ফার্ম’ কঠিন রাজনৈতিক বাস্তবতা নিয়ে ব্যঙ্গধমী এক উপন্যাস। এতে ১৯১৭ সালের রুশ বিপ্লব পরবর্তী স্ট্যালিনের স্বৈর শাসনকে রূপকধর্মী কাহিনীর মাধ্যমে সমালোচনা করা হয়েছে।

যাহোক, এমন সিরিয়াস আর জটিল রাজনৈতিক প্রসঙ্গে আবর্তিত বিশ্বখ্যাত উপন্যাসটি শিল্পার পড়া ছিল না বা এর বিষয়বস্তু সম্পর্কে তিনি জানতেনই না। ৪১ বছর বয়সী এই যোগব্যায়ামবিদ, নৃত্যপটিয়সী মুম্বাইয়া রূপজীবীনি ভেবেছিলেন, এনিমেল ফার্ম শিশুতোষ কোনো বই।

নিউজওয়ান২৪.কম-এ আর পড়ুন টিভি ছেয়ে থাকা মারিয়া নূর

তবে বিষয়টি ধরা খাওয়ার পর অবশ্য টুইট বার্তায় স্বীকার করেছেন যে আলোচিত বইগুলির কোনোটিই পড়া হয়নি তার। বর্তমানে ইংল্যান্ডবাসী ও চার বছর বয়সী এক প্রত্রসন্তানের জননী শিল্পা শেঠি কুন্দ্রাকে শিশুদের নৃত্যবিষয়ক ভারতীয় এক টিভি শোর সেলিব্রেটি বিচারক হিসেবে নিয়মিত দেখা যায়।

এর আগে আইপিএল নিয়ে দুর্নীতির অভিযোগে শিরোনাম হয়েছিলেন শিল্পা ও তার স্বামী ব্যবসায়ী কুন্দ্রা।

কী আছে এনিমেল ফার্ম-এ!
এর কাহিনীতে দেখা যায়- এক খামারের পশুরা সবাই বিদ্রোহ করে মালিকপক্ষের বিরুদ্ধে। মালিক পালিয়ে গেলে ক্রমে ক্রমে পশুদের সর্বেসর্বা হয়ে ওঠে নেপোলিয়ন নামের এক শুকর। তার ভোগবিলাস, ক্ষমতার লোভ আর কূটচালে একে একে নিবেদিত প্রাণ, যোগ্য আর মেধাবী-পরিশ্রমী পশুরা কেউ হতে থাকে নির্মম হত্যার শিকার, কেউ পালিয়ে যায় প্রাণ বাঁচাতে, দুর্বল হয়ে পড়ায় কাউকে বিক্রি করে দেওয়া হয় ঘানি টানার কাজে।

নেপোলিয়নের পোষা কুকুরবাহিনীর প্রতাপে এনিম্যাল ফার্মে শূকররাই বস হয়ে ওঠে- ক্রমশ তাদের সাবেক মনিবদের মতো, অর্থাৎ ‘লোভী-স্বার্থপর’ মানুষের মতোই আচরণ করতে শুরু করে অন্য পশুদের সঙ্গে।

এনিম্যাল ফার্ম প্রথম প্রকাশ হয় ১৯৪৫ সালের ১৭ আগস্ট, ইংল্যান্ডে।

নিউজওয়ান২৪.কম/একে