ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

লিটন আশঙ্কা মুক্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ১১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ওশানে থমাসের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় ডেলিভারি সরাসরি আঘাত হানে তার ডান পায়ের গোড়ালির অরক্ষিত অংশে।মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করতে নেমে আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিটন কুমার দাস। হাঁটতে পারছিলেন না বলে স্ট্রেচারে করে মাঠতে হয় তাকে।

এরপর এক্স-রের জন্য মিরপুরের ডিজিল্যাবে নিয়ে যাওয়া হয় লিটনকে। তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট স্বস্তির খবর জানিয়েছে। হাড়ে কোনো চির ধরা পড়েনি লিটনের, বড় কোনো বিপদের আশঙ্কা নেই। তিনি মাঠে ফিরে এসেছেন। এখন স্বাভাবিকভাবেই হাঁটতে পারছেন। ব্যথা কমে গেলে এই ইনিংসে আবার ব্যাট করার কথা তার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২.২ ওভারে ৪  উইকেটে ২০৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফিফটি করে আউট হয়েছেন তামিম (৫০) আর মুশফিক (৬২)। সাকিব আল হাসান (৩৭*) ও  (৫*) ক্রিজে আছেন।

নিউজওয়ান২৪/ইরু

খেলা বিভাগের সর্বাধিক পঠিত