ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

‘লাইক’ বাতিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ৩ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে হৃদয় আকৃতির ‘লাইক’ বাটন উঠে যাচ্ছে। গত সপ্তাহে এমন সিদ্ধান্তের কথা টুইটার কর্তৃপক্ষ হতে জানানো হয়।

দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে জানা যায়, লাইক ফিচারটি নিয়ে মোটেই সন্তুষ্ট নন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি। তাই এই ফিচারটি পরিবর্তনের কাথা ভাবা হচ্ছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

ডোরসির এমন কথা শুনে অনেক ব্যবহারকারীই বিষ্মিত হন। অধিকাংশ ব্যবহারকারী এটা মনে করেন যে, টুইটারে লাইক বাটনের মতো ছোটখাটো বিষয়ে এতোটা গুরুত্ব না দিয়ে বরং প্ল্যাটফর্মটির উন্নয়নের দিকে বেশি নজর দেয়া উচিৎ।

টুইটারের যোগাযোগ দলের দাবী, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সুস্থ পরিবেশে মতবিনিময় চালানো সম্ভব হয়, সে লক্ষ্যে সবকিছু পুনরায় ভেবে ঢেলে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে। যার মধ্যে লাইক বাটনের বিষয়টিও অন্তর্ভূক্ত। 

টুইটারে বর্তমান লাইক বাটনটি ২০১৫ সালে প্রথম চালু করা হয়। এর আগে তারকা আকৃতির ‘ফেবারিট’ বোতামের প্রচলন ছিল।

নিউজওয়ান২৪/জেডএস

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত