র্যাবের তৎপরতায় ব্যাংক ডাকাতি পণ্ড, নিহত ১ আটক ৬
স্টাফ রিপোর্টার
ছবি সৌজন্যে: এনটিভি
রাজধানীর উপকণ্ঠে ধামরাইয়ের সোনালী ব্যাংক শাখায় ডাকাতির অপচেষ্টা ঠেকিয়ে দিয়েছে র্যাব। এসময় দুপক্ষে গুলি বিনিময়ে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এক শিশু এবং দুই নারীসহ আটক হয়েছে ছয় জন। ধামরাই থানা ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্বৃত্ত দল ভবনের ছাদ কেটে ভল্টে ঢুকে অর্থ লুটের চেষ্টা করে বলে জানিয়েছে র্যাব। নিহত মাসুকের (৫৫) লাশ ধামরাই থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা য়ায়নি।
সূত্র জানায়, নিহত মাসুক ও আটক লোকজন পোশাককর্মী পরিচয়ে তিন মাস আগে ওই ব্যাংক ভবনের ওপরের তলায় বাসা ভাড়া নেয়।
বেলা পৌনে ১১টার দিকে র্যাব-৪ কর্মকর্তা মেজর মাসুদুর রহমান নিউজওয়ান২৪.কমকে বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ তাদের আদালতে উপস্থান করে রিমান্ড চাইবে।
এক প্রশ্নের জবাবে সাভার-ধামরাই এলাকায় দায়িত্বরত র্যাব-৪ এর এই কর্মকর্তা বলেন, “যেহেতু ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে তাই তাদের নিয়ম মতো আজকের মধ্যেই থানায় হস্তান্তর করা হচ্ছে। তবে র্যাব চাইবে এই মামলার তদন্তভার নিতে।”
ধারণা করা হয়, জঙ্গিরা ফান্ড সংগ্রহের সহজ কায়দা হিসেবে ব্যাংক লুটের চেষ্টা করে থাকে- এ ঘটনাও কি সে ধরনের ঘটনার ধারাবাহিকতা কি না? এমন প্রশ্নের জবাবে মেজর মাসুদ বলেন, “এখনও সে ধরনের কিছু জানা যায়নি। তবে মামলাটি র্যাবের হাতে আসলে বিষয়টি ভালভাবে খতিয়ে দেখা হবে।”
এ ঘটনায় কিছু অস্ত্র-গুলি ও কংক্রিট কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাবের হাতে আটক ছয় জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এরা হচ্ছেন সবুজ (৬২), শিলা (১৮), রুমানা (২৫), রুমানার ছেলে শাকিল (৮), বাদশা মিয়া (৩৮),
ও রিয়াজ (৪৮)। র্যাব হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাব-৪ এর এসআই সুপ্রভাত মণ্ডল।
ডাকাতদের আশার গুড়ে বালি: খবর আগেই জেনে যায় র্যাব
র্যাব জানায়, ধামরাই বাজারে চার তলাবিশিষ্ট ওই ভবনের দ্বিতীয় তলায় রয়েছে সোনালী ব্যাংক। বৃহস্পতিবার দিবাগত রাতে দ্বিতীয় তলায় ব্যাংকের ছাদ (তৃতীয় তলার ফ্লোর) কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে টাকা লুট করার চেষ্টা চালায় ডাকাতরা। এই পরিকল্পনার কথা গোপন সূত্রে আগেই জেনে যায় র্যাব-৪। তারা জানতে পারে গভীর রাত তিনটার দিকে ডাকাতরা চূড়ান্ত অভিযানে নামবে। সে মোতাবেক র্যাবের একটি দল আগে থেকেই ভবনটি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা চালায়।
র্যাব আরও জানায়, একপর্যায়ে ব্যাংকের ভেতর থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় র্যাবও পাল্টা গুলি করলে মাসুক নিহত হন। গোলাগুলি থেমে গেলে ভবন থেকে ছয়জনকে আটক করা হয়।
এসআই সুপ্রভাত মণ্ডল জানান, তৃতীয় তলার মেঝে, অর্থাৎ দ্বিতীয় তলায় ব্যাংকের ভল্টের ছাদ কেটে ভেতরে ঢুকে লুটের পরিকল্পনা করে ডাকাতরা। এজন্য একজন মানুষ নামতে পারে এমন মাপের একটি গর্তও তারা তৈরি করে তিন তলার মেঝেতে।
সুপ্রভাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুর্বৃত্তরা স্বীকার করেছে- বছর দেড়েক আগে গাজীপুরের একটি ব্যাংকেও একইভাবে চুরির সঙ্গে জড়িত ছিল তারা।
নিউজওয়ান২৪.কম/এসএল
- ধূর্ত খুনী ধরতে শ্বাসরুদ্ধকর অভিযান!
- পলাতক সেনা কমান্ডো ক্যাপ্টেন উদ্ভাস গ্রেপ্তার
- হায়রে পিশাচ মা!
- জাল ভিসা-পাসপোর্ট সহ ৮ নারী পাচারকারী আটক, উদ্ধার ৪
- প্রতিশোধ নিতে ভাড়াটিয়া ও দারোয়ান হত্যা করে সেনাকর্মকর্তার মাকে!
- মোবাইল চুরি: লোহাগাড়ায় পিটিয়ে যুবক হত্যা, আটক ১৪
- এক নজরে খেলাধুলা: ৬ অক্টোবর, ২০১৮
- ক্রিকেট খেলতে নিষেধ করায় শিক্ষককে কোপালো বখাটে
- নূর হোসেন লাপাতা
বাড়ি থেকে আটক ৩, গাড়ি জব্দ - ‘গুলশান সংকটের’ আরেক বলি হলেন ডিবির এসি রবিউল
- কঠোর অবস্থানে সরকার
ডিএমপির অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড - বেকারদের সঙ্গে প্রতারণা: সেনা-পুলিশের প্রাক্তন ছয় সদস্য আটক
- লোভনীয় বিজ্ঞাপন ফাঁদে নষ্ট হচ্ছে বেকার-যুবকদের স্বপ্ন
- যেভাবে পাওয়া গেল উত্তরার খালে অস্ত্র-গুলির খোঁজ
- এলেমদার প্রতারক: মক্কেলদের চড়াতেন প্লেনে রাখতেন রেডিসনে