ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

রেঙ্গুনে দৃশ্য বাদ পড়ায় হতাশ কঙ্গনা

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৭  

গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত কঙ্গনা রানাউত অভিনীত ‘রেঙ্গুন’। ছবি যত না প্রশংসা পাচ্ছে, তার থেকে অনেক বেশি প্রশংসিত হয়েছে নায়িকার অভিনয়। কঙ্গনা ছবির সাফল্যে যারপরনাই বেশ আনন্দিত। তবে এর মাঝেও কিছুটা আফসোস রয়েছে তিনবার জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেত্রীর।
 
তিনি জানালেন, ছবিটি বেশ কয়েকটি দৃশ্য কাটছাঁট করে মুক্তি দেয়া হয়েছে। আর ফাইনাল কাটে নিজস্ব কিছু প্রিয় দৃশ্য বাদ পড়ায় দুঃখ পেয়েছেন কঙ্গনা।
 
কঙ্গনা জানিয়েছেন, তার অভিনয় যে এত প্রশংসিত হবে, তা তিনি বোঝেননি। তবে তার প্রিয় অনেকগুলি দৃশ্য কেটে বাদ দেন পরিচালক বিশাল ভারদ্বাজ। তার মতে, নায়িকার চরিত্র বোঝানোর জন্য দৃশ্যগুলোর প্রয়োজন ছিল। কিন্তু পরে পরিচালক তাকে বুঝিয়েছেন, কেন বাদ দিতে হয়েছে সেগুলি।

সব শুনে কঙ্গনা জানান, পরিচালক ঠিকই করেছেন। কিন্তু প্রথমে দৃশ্য কাটার কথা শুনে ছবি ঘিরে তার সব আশা ধূলিসাৎ হয়ে যায়। তার ধারণা ছিল, তার অভিনয় ততটা প্রশংসিত হবে না। কিন্তু এরপরেও দর্শক তার কাজের প্রশংসা করেছেন, তিনি খুব খুশি। ছবির পিছনে যত অর্থ বিনিয়োগ হয়েছে, ততটা উঠে আসুক, তাই চান তিনি। তবে এই জানান, ‘রেঙ্গুন’ ১০০ কোটির ব্যবসা করবে এমনটা ভাবা ঠিক হবে না।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ‘রেঙ্গুন’ ছবিতে কঙ্গনা ছাড়াও আছেন শহীদ কাপুর ও সাইফ আলি খান। ছবিটিতে কঙ্গনা একজন ফিল্মি চরিত্র মিস জুলিয়া, সাইফকে দেখা যাবে এক চিত্র প্রযোজক ও শহীদকে সেনার চরিত্রে দেখা যাবে।

নিউজওয়ান২৪.কম