রিয়ালের হার, ম্যানইউ-বায়ার্নের ড্র
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কো। লুজনিকি স্টেডিয়ামে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে ১০ জনের সিএসকেএ।
চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে অঘটনের শিকার হয়েছে জায়ান্টরা। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ জিততে পারেনি আয়াক্সের বিপক্ষে, ড্র করেছে ১-১ গোলে। দুর্দশা চলছে ম্যানচেস্টার ইউনাইটেডেরও। ঘরোয়া ফুটবলের হতাশার মাঝে ইউরোপিয়ান প্রতিযোগিতাতেও ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে।
লুজনিকি স্টেডিয়ামে গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করলো রিয়ালই। তবে জয় নিয়ে মাঠ ছেড়েছে সিএসকেএ। দ্বিতীয় মিনিটে দেওয়া গোলের লিড ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা। ভুলের ওপর ভুল করে শুরুতেই পিছিয়ে পড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা। মাঝমাঠ থেকে টোনি ক্রোস ব্যাক পাস দিয়ে করেন প্রথম ভুল, এরপর সেটার চূড়ান্ত পরিণতি দেন ডিফেন্ডার রাফায়ের ভারান। তার শিশুসুলভ ডিফেন্সের সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন নিকোলা ভ্লাসিচ।
শুরুতে হজম করা গোলটা আর কিছুতেই শোধ করতে পারেনি গ্যারেথ বেল-সের্হিয়ো রামোসবিহীন রিয়াল। সব মিলিয়ে ২৮টি শট নিয়ে একটাও লক্ষ্যভেদ করতে পারেনি ইউরোপ চ্যাম্পিয়নরা। সিএসকেএ’র বিপক্ষে ৭৩ শতাংশ বল পজেশন নিয়েও হার নিয়ে ছাড়তে হয়েছে মাঠ।
জয় নিয়ে মাঠ ছাড়ার আগে অবশ্য বড় এক ধাক্কাই খেয়েছে সিএসকেএ। গোলরক্ষক ইগোর আকিনফেভকে লাল কার্ড দেখে ছাড়তে হয়েছে মাঠ। অতিরিক্ত সময় শেষ হয়ে যাওয়ার পরও কেন খেলা হচ্ছে, রেফারির বিরুদ্ধে প্রতিবাদ করার শাস্তি হিসেবে লাল কার্ড দেখতে হয়েছে তাকে।
ঘরের মাঠে বায়ার্ন পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে আয়াক্সের সঙ্গে। ম্যাট হামেলসের গোলে চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার পরও ১-১ গোলে ড্র করতে হয়েছে তাদের। ২২ মিনিটে নোসাইর মাজরাউয়ের লক্ষ্যভেদে জার্মান ক্লাবটির মাঠ থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরেছে আয়াক্স।
রোমা অবশ্য ঘরের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্তোরিয়া প্লজেনকে। বেনফিকা ৩-২ গোলে জিতে ফিরেছে এইকে এথেন্সের মাঠ থেকে। আর অলিম্পিক লিওঁর মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছে শাখতার দনেৎস্ক। গোল ডটকম
ডেইলি বাংলাদেশ/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল