রিয়ালের দায়িত্ব পেলেন সোলারি
স্পোর্টস ডেস্ক
ছবি সংগৃহীত
দুঃসময়ের মধ্যে দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ গত ২৯ অক্টোবর হুলেন লোপেতেগিকে ছাঁটাই করে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সোলারিকে দায়িত্ব দিয়েছিল। এখন পর্যন্ত আর্জেন্টিনার এ কোচের কাজে খুশি সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। যে কারণে তাকেই স্থায়ী কোচের দায়িত্ব দিল দলটি।
সোলারিকে স্থায়ীভিত্তিতে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। তার অধীনে এ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়েছে মাদ্রিদের ক্লাবটি।
সোলারির অধীনে কোপা ডেল রেতে তৃতীয় সারির ক্লাব মেলিয়াকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নতুনভাবে শুরু করেছিল রিয়াল। এরপর লিগে ঘরের মাঠে রিয়াল ভাইয়াদলিদকে হারানোর পর চ্যাম্পিয়নস লিগে ভিক্তোরিয়া প্লজেনের মাঠে ৫-০ গোলের জয় পায় স্পেনের সবচেয়ে সফল দলটি।
গত রোববার লা লিগায় সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারায় রিয়াল। নিজেদের ইতিহাসে যে কোনো নতুন কোচের অধীনে এটাই ক্লাবটির সেরা শুরু। এ চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৫ বার বল পাঠিয়েছে রিয়াল। বিপরীতে হজম করেছে মাত্র দুটি গোল।
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আপাতত রয়েছে রিয়াল। এদিকে চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্নাব্যুর ক্লাবটি। সব মিলিয়ে সোলারির কাজে খুশি স্পেনের অন্যতম সেরা এ ক্লাবটি। যে কারণে তার সঙ্গে এবার ২০২১ সালের জুন পর্যন্ত স্থায়ীভাবে চুক্তি করল দলটি।
নিউজওয়ান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল