রংপুরকে হারিয়ে ফাইনালে ঢাকা, প্রতিপক্ষ কুমিল্লা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা ডায়নামাইটস (ছবি: সংগৃহীত)
বিপিএলের চলমান ষষ্ঠ আসরের ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ৫ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। ফলে আগামী শুক্রবার সাকিব আল হাসানরা মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
বুধবার মিরপুরে ফাইনালে ওঠার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় মাশরাফি বিন মর্তুজার রংপুর। জবাবে ১৬.৪ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তুলে জয় নিশ্চিত করেছে ঢাকা।
লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথে থাকা ঢাকা ১১তম ওভারে দলীয় ৯৭ রানের মাথায় হারায় পঞ্চম উইকেট। তাতে রংপুরের মতো তাদেরও পা হড়কানোর শঙ্কা তৈরি হয়। কেননা ভালো অবস্থানে থেকেও ৩৬ রানে শেষ ৭ উইকেট হারিয়েছিলেন মাশরাফিরা। তবে ঢাকার আন্দ্রে রাসেল সেটা হতে দেননি।
প্রথম ৯ বলে ৬ রান করা ওয়েস্ট ইন্ডিজ তারকা রাসেল মুখোমুখি হওয়া পরের ১০ বলের ৫টিতেই হাঁকান ছয়! দলের হাতে ফাইনালের টিকিট তুলে দিয়ে অপরাজিত থাকেন ১৯ বলে ৪০ রানে! তার ঝড়ো ব্যাটিংয়ে ২০ বল হাতে রেখেই রেকর্ড পঞ্চমবারের মতো বিপিএলের ফাইনালে পা রেখেছে ঢাকা।
১৬তম ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে টানা ৩ ছয় হাঁকিয়ে রাসেল ঢাকাকে জয়ের বন্দরে পৌঁছে দিলেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছে রুবেল হোসেনের হাতে। কারণ জাতীয় দলের এই তারকা ২৩ রানে ৪ উইকেট শিকার করে রংপুরকে আটকে দেন অল্প রানে।
রাসেল তাণ্ডবের আগে ঢাকার পক্ষে রনি তালুকদার ২৪ বলে ৩৫ ও অধিনায়ক সাকিব ২০ বলে ২৩ রান করেন। এছাড়া ওপেনার সুনীল নারিন ও কিয়েরান পোলার্ড উভয়েই করেন ৮ বলে ১৪ রান। তবে ২ উইকেটে ৭৫ রান থেকে হুট করেই ১৪ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। কিন্তু এরপর ঘুরে দাঁড়িয়ে রংপুরকে নিয়ে স্রেফ ছেলেখেলা করেন রাসেল।
রংপুরের পক্ষে দলনেতা মাশরাফি ৩২ রানে নেন ২ উইকেট। এছাড়া বেনি হাওয়েল ১৭ ও নাজমুল ইসলাম অপু ৪৭ রানে ১টি করে উইকেট নেন। বাকিটি রানআউট।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রাইডার্স : ১৪২ (১৯.৪ ওভার) (গেইল ১৫, নাদিফ ২৭, মিঠুন ৩৮, রুশো ০, বোপারা ৪৯, হাওয়েল ৩, মাশরাফি ০, নাহিদুল ৪, রেজা ২, শফিউল ০, নাজমুল ০*; রাসেল ২/৩১, রুবেল ৪/২৩, শুভাগত ১/১৮, সাকিব ১/২৯, নারিন ০/১৮, অনিক ২/২১)
ঢাকা ডায়নামাইটস : ১৪৭/৫ (১৬.৪ ওভারে) (থারাঙ্গা ৪, নারিন ১৪, রনি ৩৫, সাকিব ২৩, পোলার্ড ১৪, সোহান ৯*, রাসেল ৪০*; মাশরাফি ২/৩২, রেজা ০/১৩, নাজমুল ১/৪৭, শফিউল ০/২০, নাহিদুল ০/১৬, হাওয়েল ১/১৭)।
নিউজওয়ান২৪/আ.রাফি
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল