ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

যেসব চ্যানেলে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ।

তিনটি ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া এ সিরিজটিতে তিনটি টেস্টও খেলবে সফরকারী বাংলাদেশ। দু’দলের মধ্যকার এ সিরিজের খেলাগুলো সরাসরি দেখা যাবে একাধিক টিভি চ্যানেল।

বাংলাদেশ দলের কিউই সফরের খেলা বাংলাদেশে সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে চ্যানেল নাইন। বুধবার থেকে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক এ লড়াইয়ের খেলাগুলো চ্যানেল নাইনের পর্দায় উপভোগ করার সুযোগ পাচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

টেলিভিশন স্বত্ব পাওয়ার পর আরো গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এবার অভিনব পরিকল্পনা গ্রহণ করেছে চ্যানেল নাইন কতৃপক্ষ। টিভি পর্দার পাশাপাশি এবারের সিরিজের ম্যাচগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরাসরি সম্প্রচারের পরিকল্পনা গ্রহণ করেছে তারা।

নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার এবারের সিরিজটি সরাসরি সম্প্রচারিত হবে আরও বেশ কয়েকটি দেশে। স্বাগতিক দর্শকরা স্কাই স্পোর্টস ১ চ্যানেলে সিরিজটির খেলা উপভোগ করতে পারবেন। তাছাড়া চ্যানেল নাইনের পাশাপাশি বাংলাদেশের দর্শকরা ম্যাচগুলো দেখতে পারবেন স্টার স্পোর্টস ১-এ।

ইংরেজি ধারাভাষ্যসহ ভারতের দর্শকরা সিরিজটির খেলা সরাসরি দেখার সুযোগ পাবেন স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি’র পর্দায়।

সিরিজটির অফিসিয়াল ব্রডকাস্টার স্কাই স্পোর্টসের বরাদ দিয়ে দু’দলের মধ্যকার খেলাগুলো সম্প্রচারিত হবে বিশ্বব্যাপী। যুক্তরাজ্যের ক্রিকেট অনুরাগীরা সিরিজের খেলাগুলো দেখতে পারবেন সজাই স্পোর্টস ক্রিকেট ও স্কাই স্পোর্টস মেইন ইভেন্টের পর্দায়। সিবিএন ও এটিএন ক্রিকেট প্লাস খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে কানাডায়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত দর্শকরা খেলা দেখার সুযোগ পাবেন উইলো ক্রিকেটে। তাছাড়া অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস আর মিডিলইস্টে খেলাগুলো সম্প্রচার করবে ওএসএন স্পোর্টস।

ম্যাকলেন পার্কে অনুষ্ঠিতব্য প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি দুটি ম্যাচে ১৬ ও ২০শে ফেব্রুয়ারি কিউইদের মুখোমুখি হবে সফরকারীরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে হ্যাগলি ওভাল ও ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল মাঠে। 

সুত্র:বিডিক্রিকটাইম।

নিউজওয়ান২৪/আ.রাফি

খেলা বিভাগের সর্বাধিক পঠিত