ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

যুব এশিয়া কাপে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ২ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে হংকংকে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা শেষ করে রেখেছিল বাংলাদেশ। অন্য ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় গ্রুপ রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠেছে যুবারা।

দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে কম রানে গুটিয়ে দেন রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। ব্যাটিংয়ে বাকিটা দ্রুত সারেন মাহমুদুল হাসান, আকবর আলী। ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ৫ উইকেটে জিতে বাংলাদেশ। ৯২ রানের লক্ষ্য ২৩২ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে তৌহিদ হৃদয়ের দল।

গ্রুপের অন্য ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ২০১ রানের লক্ষ্য তাড়ায় ৮ উইকেটে ১৭৭ রান করা পাকিস্তান ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হংকং। গড়ে তুলতে পারেনি তেমন কোনো জুটি। দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিতে পারেননি কেউই।  দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল চারজন।

সর্বোচ্চ ১৬ রান করে আসে কালাহান চালু ও অদিত গোরাওয়ারার ব্যাট থেকে। ১১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার লেগ স্পিনার রশিদ। দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় ও রকিবুল হাসান।

রান রেট বাড়াতে শুরু থেকে বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে ৫ ওভারে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে আকবরের সঙ্গে ৫৮ রানের জুটিতে দলকে পথ দেখান মাহমুদুল। ২০ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩২ রানের ঝড়ো ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

হংকংয়ের নসরুল্লাহ রানা ৪ উইকেট নেন ৩৯ রানে।  ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশ। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা শ্রীলঙ্কা।

বিকেএসপির তিন নম্বর মাঠে ‘এ’ গ্রুপের আফগানিস্তানকে ৫১ রানে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে ভারত। ২২২ রানের লক্ষ্য তাড়ায় ১৭০ রানের গুটিয়ে যাওয়া আফগানিস্তান হয়েছে গ্রুপ রানার্সআপ।

আগামী বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমি-ফাইনালে খেলবে শ্রীলঙ্কা।

নিউজওয়ান২৪/এমএম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত