ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশ নবম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১২ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি


ওয়ানডের পর মেয়েদের ক্রিকেটেও নতুন করে চালু হলো টি-টোয়েন্টি র‌্যাংকিং। শুক্রবার এক বিবৃতিতে ৪৬ দলের এই তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

গত জুন থেকে সদস্য দেশগুলোর সব টি-টোয়েন্টি ম্যাচই আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। তারই ধারাবাহিকতায় এই ফরম্যাটের বিকাশে র‌্যাংকিংয়ের আবির্ভাব ঘটল।  প্রকাশিত র‌্যাংকিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়া। বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। ওয়ানডেতেও একই জায়গায় তারা।

২৮০ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির শীর্ষে অস্ট্রেলিয়া। ওয়ানডেতেও সবার উপরে এই দল। ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড (২৭৭) মাত্র ৩ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে। ইংল্যান্ড (২৭৬) কিউইদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে।

শীর্ষ পাঁচে বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। প্রথম দশে অন্য দলগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে সবার উপরে নিউজিল্যান্ডের সুজি বেটস। শীর্ষ ২০ জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। তবে বোলার র‌্যাংকিংয়ে বাংলাদেশের রুমানা আহমেদ ৭ ও নাহিদা আক্তার ৯ নম্বরে। অধিনায়ক সালমা খাতুন আছেন ১৭ নম্বরে।

নিউজওয়ান২৪/এমএম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত