ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ৯ নভেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউজিল্যান্ড ও ভারত মুখোমুখি হচ্ছে উদ্বোধনী ম্যাচে। গায়ানার জাতীয় স্টেডিয়ামে একই দিনে আরো দুটি ম্যাচ। বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ যখন মাঠে নামবে তখন বাংলাদেশে অবশ্য শনিবার ভোর ৬টা।

টি-টোয়েন্টিতে টানা তৃতীয় বিশ্বকাপ খেলছে বাংলাদেশের মেয়েরা। ২০১৪-তে ঘরের মাঠে ১০ দলের মধ্যে নবম হয়ে পরেরবার বাছাই পেরিয়েই জায়গা করে নিয়েছিল ভারতে হওয়া পঞ্চম আসরে। সেই টুর্নামেন্টেও অবশ্য গ্রুপের চার ম্যাচের চারটিই হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য ভাগ্য বদলের আশায় সালমা, জাহানারারা। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন যে তারা। গত জুনেই মালয়েশিয়াতে ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়নের মুকুট পরে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অবশ্য বিশ্ব টি-টোয়েন্টিরই বর্তমান চ্যাম্পিয়ন। বাংলাদেশের গ্রুপে এ ছাড়া আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ইংল্যান্ডও সাবেক চ্যাম্পিয়ন। ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন রুমানা, জাহানারারা। তাতে মিশ্র ফল। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে সহজেই হারিয়েছেন তারা। তবে শেষ প্রস্তুতি ম্যাচে ৮ রানে হার পাকিস্তানের কাছে। আয়ারল্যান্ডকে এই বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালেও হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হারের বৃত্ত থেকে বেরোনো যায়নি। গত মাসে দেশের মাটিতেই পাকিস্তানিদের কাছে ৩-০ টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। বিশ্বকাপে তাই আবার নতুন উদ্যমেই ঝাঁপাতে হবে সালমাদের। গায়ানার পর ১২ নভেম্বর সেন্ট লুসিয়ায় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড। একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ১৪ নভেম্বর। সে মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ১৯ নভেম্বর। ক্রিকইনফো

নিউজওয়ান২৪/এমএস/ইরু

খেলা বিভাগের সর্বাধিক পঠিত