ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মেসেজ পাঠানোর নতুন অ্যাপ নিয়ে আসছে ইনস্টাগ্রাম

নিউজওয়ান ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ৯ ডিসেম্বর ২০১৭  

ছবিভিত্তিক সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম তাদের সাইটে মেসেজ পাঠানোর একটি স্বতন্ত্র অ্যাপ চালু করার পরিকল্পনা করছে। গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামের এক কর্মকর্তা খবরটি নিশ্চিত করেন বলে জানিয়েছে দ্য ভার্জ।

এর আগে ফেসবুক তার মেসেজ পাঠানোর অপশনটিকে স্বতন্ত্র অ্যাপ ‘মেসেঞ্জার’ হিসেবে মুক্তি দিয়েছিল। ইনস্টগ্রামও ফেসবুকের পথ অনুসরণ করে মেসেজ পাঠানোর জন্য ‘ডিরেক্ট’ নামের অ্যাপটি তৈরি করছে।

উল্লেখ্য, লেখা বা টেক্সট দিয়ে পোস্ট দেয়ার পরিবর্তে ইনস্টাগ্রামে মূলত ছবি দিয়ে পোস্ট দেয়া হয়। ব্যাপক জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি ২০১২ সালে প্রায় এক বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছিল ফেসবুক।

‘ডিরেক্ট’ চালু করা হলে ভিন্নধর্মী এই সামাজিক মাধ্যমটির গ্রাহকরা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেই এটি ব্যবহার করতে পারবেন।

ইনস্টাগ্রামের এক কর্মকর্তা জানান, কাছের বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করা সামাজিক মাধ্যমে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এটা যেন আরও সহজে করা যায় তার জন্য ডিরেক্ট তৈরি করা হচ্ছে। ডিরেক্ট ব্যবহার করে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ক্যামেরা ব্যবহার করে বন্ধুদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে পারবেন।

এখন পর্যন্ত চিলি, ইজরায়েল, ইতালি, পর্তুগাল, তুরস্ক ও উরুগুয়েতে ‘ডিরেক্ট’ অ্যাপ ছাড়া হয়েছে।

নিউজওয়ান২৪.কম

মোবাইল-পিসি-টেক বিভাগের সর্বাধিক পঠিত