ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মেসির রেকর্ডে রোনালদোর ভাগ

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ৩ মে ২০১৭  

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি হ্যাটেট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন সিআরসেভেন। এখন মেসি ও রোনালদো সমান ৭টি হ্যাটট্রিকের মালিক এই টুর্নামেন্টে।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল। আর দলের হয়ে হ্যাটট্রিক করেছেন রোনালদো। চলমি মৌসুমের মাদ্রিদ ডার্বিতে এটি রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক।

রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে এই হ্যাটট্রিকের ফলে মেসির সমান ৭টি হ্যাটট্রিকের মালিক হলেন। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে শেষ তিন ম্যাচে আট গোল করলেন রোনালদো, আসরে তার মোট গোল হলো ১০টি। ১১ গোল নিয়ে তালিকার শীর্ষে লিওনেল মেসি।

কয়েক দিন আগেই চ্যাম্পিয়নস লিগের প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন ১০০ গোলের মাইলফলক। এবার নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর বিপক্ষে অসাধারণ এক হ্যাটট্রিক করে নিজেকে আরো একবার চেনালেন পর্তুগিজ এই তারকা। আর চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রোনালদোর মোট গোল ১০৩টি।

নিউজওয়ান২৪.কম

খেলা বিভাগের সর্বাধিক পঠিত