মৃত্যুর কোল থেকে বেঁচে ফিরলেন ম্যাথু হেইডেন
স্পোর্টস ডেস্ক
ছবি সংগৃহীত
মৃত্যুর ছোবল থেকে প্রাণে বেঁচে ফিরেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন।
গত শুক্রবার ছুটিতে কুইন্সল্যান্ডের নর্থ স্ট্র্যাডব্রোক দ্বীপে ছেলে জোশের সঙ্গে সার্ফিং করতে সমুদ্রে নিমেছিলেন তিনি। ঘন্টা খানেক সমুদ্রের ঢেউ এর সঙ্গে ভালই খেলছিলেন তারা।
কিন্তু হঠাৎ উত্তাল সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় মারাত্মক চোট পেলেন তিনি। কোনোরকম প্রাণে বেঁচেছেন হেডেন।
মাথায়, ঘাড়ে চোট লেগেছে তার। এ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরাকে ভাগ্যগুণে একটা বুলেটকে এড়াতে পেরেছেন বলে মন্তব্য করেছেন এক সময়ের এ মারকুটে ব্যাটসম্যান।
ইন্সটাগ্রামে দেয়া একটা ছবিতে দেখা গেছে অনেকটা বিদ্ধস্ত হেইডেন। তার কপাল রক্তাক্ত। গলাবন্ধনী পড়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি।
অস্ট্রেলিয়ার এক সংবাদ মাধ্যমের খবর, মাথায় গুরুতর আঘাত পেয়েছেন হেডেন। এমআরআই ও স্ক্যান রিপোর্টে তাই বলছে। মেরুদণ্ডেও চিড় ধরেছে তার। ছিড়েছে লিগামেন্ট। দুর্ঘটনার ব্যাপারে সংবাদ মাধ্যমকে ১০৩ টেস্ট খেলা এ বাঁ-হাতি ওপেনার বলেন, ‘আমরা ছয় জন সার্ফার ঢেউ ভালই সামলাচ্ছিলাম।
কিন্তু একটা বড় ঢেউ ডান দিক থেকে আসল। আমি ডাক করে তলায় চলে গিয়েছিলাম। তারপর ঠিক কী হয়েছে, তা মেন নেই।
সৈকতে আছড়ে পড়ে খেয়াল করলাম কপাল কেটে রক্ত বের হচ্ছে। ঘাড়ের কাছে কিছু এটা ভাঙার শব্দও শুনতে পেলাম।তবু হেরে যায়নি আমি।পিঠে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলাম আমি।’
হেইডেন বলেছেন, ‘আরো বড় দুঘর্টনা হতে পারত এটা। কপাল জোরে বেঁচে গেছি। তবে এমন গুরুতর আহতাবস্থায় রসিকতা ছাড়লেন না হেডেন।
তিনি বললেন, সমুদ্র যেমন দেয়, তেমন নেয়ও। আমি তাই ঠিক ফিরে আসব।
নিউজওয়ান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল