মুস্তাফিজকে বাদ করলেন মুম্বাই ইন্ডিয়ান্স
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
২০১৬ সালে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে নিজের প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। দলকে শিরোপা জিতিয়ে নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। পরের আসরে বাঁহাতি এই পেসারকে রেখে দিলেও আইপিএলের ১১তম আসরে তাকে ধরে রাখেনি হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি। তাই কাটার মাস্টারকে দেখা যায় নিলামের টেবিলে।
সেখান থেকে দুই কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের সর্বশেষ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে সব মিলিয়ে সাত ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান। ওই সাত ম্যাচে তিনি মোট ২৭.৩ ওভার বল করেন। ওভারপ্রতি ৮.৩৬ গড়ে ২৩০ রানের বিনিময়ে ঝুলিতে পুরেন সাত উইকেট। সবমিলিয়ে আইপিএলের ১১তম আসরে দলের প্রয়োজন অনুযায়ী চাহিদা পূরণে ব্যর্থই হয়েছিলেন মুস্তাফিজ।
যার জেরে আইপিএলের ১২তম আসরকে সামনে রেখে বাংলাদেশি এই কাটার মাস্টারকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১২তম আসরকে সামনে রেখে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এ সময় পুরানো খেলোয়াড় ধরে রাখার পাশাপাশি নতুন খেলোয়াড় কিনতেও পারবে। কেনার জন্য প্রতিটি দল তিন কোটি রুপি পর্যন্ত ব্যবহারের সুযোগ পাবে। উদ্বৃত্ত অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যবহার করতে পারবে মূল নিলামে। প্রথম দিনই মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাই।
মুস্তাফিজের পাশাপাশি মুম্বাই ছেড়ে দিয়েছে ৫০ লক্ষ রুপিতে কেনা লঙ্কান ক্রিকেটার আকিলা ধনঞ্জয়াকেও। দুই বিদেশি ক্রিকেটারকে ছেড়ে নতুন খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে।
২০১৮ সালের আইপিএল নিলামে ডি কককে দুই কোটি ৮০ লক্ষ রুপির বিনিময়ে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার তাদের কাছ থেকে সমপরিমাণ মূল্যেই ডি কককে কিনে নিয়েছে মুম্বাই।
নিউজওয়ান২৪/জেডএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল