মুমিনুলের ১৩তম হাফসেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। চোট কাটিয়ে অধিনায়ক হিসেবে ফিরেছে সাকিব হাসান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টা ৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৫ রান।
ক্যারিয়ারের শুরু থেকেই টেস্টে বাংলাদেশের ব্যাটিং ভরসা মুমিনুল হক। কিন্তু অফফর্মের কারণে একটা সময় তার জায়গা নিয়েও কথা উঠেছিল বেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে সেই সমালোচনা মাথায় নিয়েই খেললেন ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস।
অফফর্ম কাটিয়ে ফেরা মুমিনুল এক ইনিংস বিরতি দিয়ে তুলে নিয়েছেন আরেকটি হাফসেঞ্চুরি। চট্টগ্রামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন মুমিনুল।
ইনিংসের শুরুতেই ধাক্কা। আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ। মিথুন আর মুমিনুল হকের ব্যাটে সে শঙ্কা দারুণভাবে কাটিয়ে উঠেছে টাইগাররা।
দ্বিতীয় উইকেটে মিথুন-মুমিনুল এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। মিথুন ৫ আর মুমিনুল ৬৫ রান নিয়ে ব্যাট করছেন।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে কুয়াশা ভেজা পিচে শুরুটা যেমন দরকার ছিল, তেমন হয়নি। দিনের তৃতীয় বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন দীর্ঘদিন পর দলে জায়গা করে নেয়া সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার কেমার রোচের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ হন বাঁহাতি এই ওপেনার।
নিউজওয়ান২৪/জেডএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল