ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মালয়েশিয়ায় ভূমিধসে চার বাংলাদেশিসহ নিহত ৯

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ২১ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ায় পেনাং রাজ্যে নির্মাণাধীন এলাকায় ভূমিধসে চার বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে মুষলধারে বৃষ্টির কারণে বুকিট-কুকাস এলাকায় নির্মাণাধীন ভবন ধসে হতাহতের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনও ২ জন নিঁখোজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার কাজ চলছে।

নিহত বাংলাদেশী চারজরেন মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের ঝিকরগাছার আলতাফ হোসেনের ছেলে উজ্জল হোসেন, একই উপজেলার রাহাতজান আলী এবং আখতারুজ্জামান। এছাড়া নিহতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪ এবং মিয়ানমারের একজন রয়েছে।

1.মালয়েশিয়ায় ভূমিধসে চার বাংলাদেশিসহ নিহত ৯

স্থানীয় প্রশাসন জানায়, জালান বেরকামবার এলাকায় একটি কোম্পানির প্রকল্পের নির্মাণাধীন এলাকায় কাজ করার সময় পাশে রাখা মাটিরস্তুপ বৃষ্টিতে ধসে পড়লে চাপা পড়েন তারা।

উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থল থেকে দুই বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের পেনাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজ ওয়ান২৪/জেডএস

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত