ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মালয়েশিয়ায় কমনওয়েলথ ফিউচার ইয়ুথ সামিট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ৮ নভেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ ফিউচার ইয়ুথ সামিট- ২০১৮। ডিজিটালাইজেশন, ইনক্লুসিভিটি, ক্রিয়েটিভিটি ও সাসটেইনেবিলিটি -এ চারটি থিমাটিক পিলারের ওপর বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের মধ্যে একটি প্লাটফর্ম তৈরি করাই এবারের সামিটের মূল লক্ষ্য।

কমনওয়েলথ সেক্রেটারিয়েট, কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিল ও কমনওয়েলথ ইয়ুথ ইনোভেশন সেন্টারের যৌথ আয়োজনে মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬-১৮ নভেম্বর এ সামিট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের পাঁচ শতাধিক তরুণ নেতা, উদ্যোক্তা, সমাজকর্মী, বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও বেশ কয়েকজন যুব মন্ত্রী এ সামিটে যোগ দেবেন।

সামিটের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ও পিএইচডি গবেষক জাফর ফিরোজ। এবারের সামিটে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ডেলিগেট অংশ নিচ্ছে বলে জানান তিনি।

নিউজওয়ান২৪/জেডএস

প্রবাসী দুনিয়া বিভাগের সর্বাধিক পঠিত