ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

মাটি খুঁড়ে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার

গেরামের খবর

প্রকাশিত: ১২:০৫, ৩ মে ২০১৭  

চট্টগ্রামে বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে ‘ব্লক রেইড’ শুরু করে নগর পুলিশের দক্ষিণ বিভাগ।

ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে এ অভিযান চালায়। অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কশিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে ফেন্সিডিলগুলো রাখা হয়েছিল। ওই রকম চারটি গর্ত থেকে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ১১ বস্তায় ২৩০৬ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগেও বিভিন্ন সময়ে ওই কলোনিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হয়েছে, তবে হোতারা ধরা না পড়ায় মাদক কারবারিদের তৎপরতা বন্ধ করা যায়নি।


নিউজওয়ান২৪.কম

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত