মধ্যপ্রাচ্যে যেভাবে বিদেশি নারীরা ধর্ষণের শিকার হন
প্রবাস ডেস্ক
গত ১৮ এপ্রিল স্থানীয় সময় রাত ৮টার পরের ঘটনা এটা। একত্রিশ বছর বয়সী পাকিস্তানি লোকটি দুবাই পুলিশের এক থানায় কেরানির চাকরি করতো। একদিন থানার গাড়ি নিয়ে সে বাইরে যায় কোনো এক কাজে। এসময় পথে আল রিগা এলাকায় মরক্কোর এক নারীকে একা পায় সে। সুযোগ মতো নিজেকে সিআইডি অফিসার পরিচয় দিয়ে ওই নারীকে সে জানায় যে এলাকায় একটি জুয়েলারি দোকানে ডাকাতি হয়েছে। কথিত ডাকাতিতে জড়িত নারীদের খোঁজা হচ্ছে।
এসময় সে ওই নারীর আপত্তি সত্ত্বেও তার বাম হাতের ছবি তোলে- জানায় অপরাধী নারীকে শনাক্ত করতে একাজ করা হচ্ছে। চাকরি সূত্রে দুবাইবাসী ওই নারী ইতোমধ্যে ভড়কে যান- কারণ, পুলিশের গাড়িতে থাকা ওই পাকিস্তানিকে তিনি আসল সিআইডি পুলিশ অফিসার হিসেবেই ধরে নেন।
এরপর ভুয়া পুলিশ ওই পাকি তাকে একটি আবাসিক এলাকার কারপার্কে নিয়ে গাড়ি থেকে বের হতে বলে। পরে গাড়ির পেছনের সিটে নিয়ে তাকে ধর্ষণ করে। অপকর্ম শেষে তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন, ঘড়ি ও ৫০০ দিরহাম নিয়ে নেয়। এরপর একটি ট্যাক্সি ক্যাবে তাকে তুলে দিয়ে নিজে গাড়ি নিয়ে এলাকা ত্যাগ করে।
পরে ওই নারী বিষয়টি বুঝতে পারেন যে তিনি কীভাবে প্রতাড়িত হয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ কাছের এক পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ থেকে অপরাধী পাকিস্তানিকে শনাক্ত করে।
আজ (সোমবার) পুলিশ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিআইডি পুলিশের ভুয়া পরিচয়ে অপহরণ, ধর্ষণ ও ছিনতাইয়ের দায়ে। অভিযুক্ত পাকিস্তানি অপরাধ স্বীকার করেছে। আদালত আগামী ২২ সেপ্টেম্বর পর্যণ্ত শুনানি মুলতবী ঘোষণা করেছে।
প্রসঙ্গত, চাকরি সূত্রে নিজদেশ ছেড়ে বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ-আমেরিকার হাজার হাজার নারী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি করেন। কিন্তু সেখানকার বজ্র আঁটুনি ফস্কা গেঁড়ো টাইপের কড়াকড়ি আইনের কারণে ছোটখাট ভুলভাল বা কাগজপত্রের ত্রুটির কারণে তারা পুলিশে ধরা পড়ার ভয়ে ভীত থাকেন। আর পুলিশে ধরা পড়লে বড় অংকের জরিমানা অথবা দেশে পাঠিয়ে দেওয়ার ভয়ে তটস্থ থাকতে হয় সবাইকে। এ কারণে, অনেকভাবে অনেক স্থানে সাধারণ শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিকরা দুর্বৃত্তদের ফাঁদে আটকে নিগৃহীত ও যৌন শোষণের শিকার হন যার একটি সাধারণ উদাহরণ উপরের ঘটনাটি।
দুবাই পুলিশ অপরাধী পাকিস্তানির নাম প্রকাশ করেনি। এছাড়া ঘটনার শিকার নারীর নাম বা বয়স দুটোই গোপন রাখা হয়েছে। সূত্র: খালিজ টাইমস
নিউজওয়ান২৪.কম/একে
- তামিলনাড়ুর জন্য আমিরাতবাসী কেরালা-মুসলিমদের ত্রাণ
- ডেনমার্ক আ.লীগ সভাপতি লিংকন মোল্লা ৫ বছরের জন্য সাসপেন্ড
- মাল্টায় প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি, দেখার কেউ নাই
- কুয়েতে প্রবাসীদের আয়ে ট্যাক্স, টাকা পাঠানোর `অনিয়মে` জেল-জরিমানা
- কুয়েতে বিলম্বে বেতনদাতা ও ভিসা ব্যবসায়ীদের জরিমানা বৃদ্ধি
- নিউইয়র্কের রাস্তায়...
- দেশের প্রথম নারী পুলিশ সুপার রৌশন কঙ্গোয় দুর্ঘটনায় নিহত
- আত্মহীত করেই আমরা পরহীতে ব্রতী হব: ড. বিদ্যুৎ বড়ুয়া
- ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ইইউ আ.লীগের সাক্ষাৎ
- ‘পৃথিবীর যেখানেই থাকি যেন মাতৃভূমির জন্য টান অনুভব করি’
- সৌদি আরবের জাতীয় দিবস পালিত (ভিডিও)
- ডেনমার্কে ডিএনসিসি মেয়র আনিসুল হক
- হলুদ সাংবাদিকতা সমাজের জন্য কল্যাণকর নয়
- ভাবীর সঙ্গে অনৈতিকতা
নকল পাসপোর্টে কুয়েতে গিয়ে ভাইকে হত্যা! - যুক্তরাষ্ট্রে চার বাংলাদেশিকে ‘অদ্ভূত’ সাজা