ভারতের সামনে আফগানিস্তানের ২৫৩ রানের টার্গেট
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে লড়াকু স্কোর গড়েছে আফগানিস্তান। ৫০ ওভার শেষে আফগানিস্তান ৮ উইকেটে হারিয়ে ২৫২ রান সংগ্রহ করেছে।
আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় নিয়মিত একাদশের রোহিত শর্মা, বুমরাহদের বিশ্রাম দেয় ভারত। ফলে ভারতের হয়ে ২০০টি ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পান মহেন্দ্র সিং ধোনি।
টস জিতে আফগান অধিনায়ক আসগর আফগান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। মূলত উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহজাদের ১২৪রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করেই আফগানের ইনিংস গড়ে ওঠে।
ওপেনিংয়েই ৬৫ রানের জুটি গড়ে শাহজাদ ও আহমেদি। যদিও এই জুটিতে আহমেদির রান মাত্র ৫! বাদবাকি সবই এসেছে শাহজাদের ব্যাট থেকে।
শাহজাদ এবং জাভেদ আহমেদির জুটি ভাঙে রবীন্দ্র জাদেজার বলে স্ট্যাম্পিংয়ের মাধ্যমে। এরপর রহমত শাহকে সরাসরি বোল্ড করেন সেই জাদেজাই। এর কিছুক্ষণ পর আফগান ব্যাটিং লাইন আপে জোড়া আঘাত করেন কুলদীপ যাদব।
পরপর দুই বলে হাসমাতুল্লাহ শাহিদি এবং অধিনায়ক আসগর আফগানকে ফিরিয়ে দেন কুলদীপ। ৮১ তে এক উইকেট থেকে ৪২তে ৪ উইকেটে পরিণত হয় আফগান স্কোরকার্ড।
কিন্তু এমন ধ্বংসস্তুপের মধ্যেও লড়াই চালিয়ে গেছেন শাহজাদ। তবে ধীরস্থির ভাবে নয়। একেবারে আক্রমনাত্মক মেজাজেই ব্যাট চালিয়ে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তুলে ফেলেন ওয়ানডেতে নিজের ৫ম সেঞ্চুরিও।
শাহজাদের বিদায়ের পর দলের স্কোর বাড়ানোর দায়িত্ব নেন মোহাম্মাদ নবি ও নাজুবুল্লাহ জাদরানের। মোহাম্মদ নবীর ৫৬ বলে ৬৪ ও নাজিবুল্লাহ জাদরানের ২০ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে শেষ পর্যন্ত ২৫২ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান।
ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা তিনটি, কুলদীপ ২ টি উইকেট লাভ করেন।
নিউজওয়ান২৪/এএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল