ভারতকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ১৭৩
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
বোলিংয়ে দ্যুতি ছড়ালেন শরিফুল ইসলাম। আরেক পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও লেগ স্পিনার রিশাদ হোসেনও ধরলেন সঙ্গত। অনিয়মিত অফ স্পিনে ছোবল দিলেন তৌহিদ হৃদয়।
বোলারদের নৈপুণ্যে যুব এশিয়া কাপের প্রথম সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ১৭৩ রানের লক্ষ্য পেল বাংলাদেশ।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে তিন বল বাকি থাকতে ১৭২ রানে গুটিয়ে যায় ভারত।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার দেবদত্ত পাদিক্কালকে কট বিহাইন্ড করে ফেরান শরিফুল। সতর্ক ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামাল দেন যশ্বসী জয়সওয়াল ও অনুজ রাওয়াত।
সুইপ করে তৌহিদকে উড়ানোর চেষ্টায় শরিফুলের হাতে ধরা পড়ে শেষ হয় ৬১ বলে খেলা অনুজের ৩৫ রানের ইনিংস। সর্বোচ্চ ৩৭ রান করা ওপেনার যশস্বীকে বোল্ড করে দেন লেগ স্পিনার রিশাদ। অফ স্পিনে তৌহিদ দ্রুত ফেরান যশ রাঠোরকে, রিশাদ বিদায় করেন অধিনায়ক সিমরান সিংকে। ১ উইকেটে ৬৯ থেকে ভারতের স্কোর পরিণত হয় ৭৭/৫-এ।
ষষ্ঠ উইকেটে আয়ুশ বাদোনি ও সমীর চৌধুরীর ব্যাটে প্রতিরোধ গড়ে ভারত। দুই জনের ৫৯ রানের জুটি ভাঙেন মিনহাজুর রহমান। দুই ছক্কায় ৩৯ বলে ২৮ রান করে ফিরেন বাদোনি।
শেষের দিকে ফিরে বড় বাধা হয়ে থাকা সমীরকে (৩৬) বোল্ড করে দেন শরিফুল। এরপর বেশি দূর এগোয়নি ভারতের ইনিংস। অতিথিদের ইনিংসের লেজ দ্রুত ছেটে দেন শরিফুল ও মৃত্যুঞ্জয়। আঁটসাঁট বোলিংয়ে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন শরিফুল। তৌহিদ ২ উইকেটে নেন ৪ রানে। দুটি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় ও রিশাদও।
নিউজওয়ান২৪/এমএম
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল