ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বয়স লুকালে নিষিদ্ধ হবে যে কেউই!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতে কোনো ক্রিকেটারের বয়স লুকানোর ঘটনা টের পাওয়া গেলে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার আনুষ্ঠানিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা জানাতে চাই যে, এখন থেকে কোনো ক্রিকেটারকে যদি তার নিজের আসল বয়স লুকোনো বা সার্টিফিকেটে ঘষা মাজা করে- তাহলে তাকে অন্তত দুই বছরের জন্য বোর্ডের যেকোনো ধরনের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে। 

বয়স লুকানো বা বয়স চুরিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে বিসিসিআই। এর আগেও এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বোর্ড। এখনো যদি রেজিস্ট্রেশন করার সময় কারো বয়স চুরির ঘটনা ধরা পড়ে তাহলে কঠোর শাস্তি দেয়া হবে। 

নিউজওয়ান২৪/জেডএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত