ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বোলিং ক্যারিয়ারে সবচেয়ে ব্যর্থ সিরিজ মাশরাফির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ২৩ অক্টোবর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

পারফরমেন্সের বিচারে চলতি আফ্রিকা সিরিজই জঘন্যতম সিরিজ মাশরাফির। তিন ম্যাচের সিরিজে রান খরচ করেছেন দুইশ (২০১)। আর ওভারপ্রতি দিয়েছেন ৭.২২ রান দিয়ে থেকেছেন উইকেটশূন্য।
ক্যারিয়ারে এর আগে তিন ম্যাচের সিরিজ খেলে মাশরাফি উইকেটশুন্য ছিলেন মোট একবার। সেটা ২০০৮ সালের অস্ট্রেলিয়া সফরে। সেবার ওভারপ্রতি মাত্র ৪ রান করে দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও স্বীকার করলেন নিজের ক্যারিয়ারের সব থেকে লজ্জাজনক সিরিজের কথা। টাইগার ক্যাপ্টেন বলেন, ‘কঠিন… এই সিরিজ খুব কঠিন ছিল। হয়তো বা উইকেটের বিচার করলে দুর্ভাগ্যও কিছুটা। এখানে শুরু থেকে ভাগ্য সহায়তা করেনি। সেটা হলে আমার জন্য ভালো হত। অবশ্যই কঠিন সিরিজ ছিল।’

এরপরও হতাশ নন সবচেয়ে সফল ওয়ানডে দলপতি। বলেন, আরেকটু মনোযোগ দিলেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে বোলিং করেছি, এখানে আরেকটু আক্রমণাত্মক করলে ভালো হত। তবে আমি মনে করি, আমার নিজের জন্য এটা খুব ভালো হয়েছে। এরপর অবশ্যই প্রস্তুতি নিতে সুবিধা হবে।’

খেলা বিভাগের সর্বাধিক পঠিত