ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বেলজিয়ামে দূতাবাস খুলতে ডিসিসিআইয়ের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ১৩ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে দেশটিতে বাংলাদেশের দূতাবাস খোলার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা চেম্বারের কার্যালয়ে ভারতে নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত ফ্রাসোয়া ডেল হাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে ডিসিসিআইয়ের সভাপতি এ আহ্বান জানান।

বেলজিয়ামের উদ্যোক্তাদের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, জাহাজ নির্মাণ, ফার্মাসিউটিক্যাল, কৃষি ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, চামড়া ও পাদুকা, তথ্য-প্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ এবং বিশেষ করে সমুদ্র বন্দর ব্যবস্থাপনায় উন্নয়ন প্রভৃতি খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা চেম্বারের সহসভাপতি ওয়াকার আহমদ চৌধুরী, সহসভাপতি ইমরান আহমেদ, বেলজিয়াম দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর গিলেম শকে এবং ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক কমিশনার হিউবার্ট গোফিনে উপস্থিত ছিলেন।

অর্থ-কড়ি বিভাগের সর্বাধিক পঠিত