ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বেনাপোলে গুলি-ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১২, ১৩ নভেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের বারোপোতা মাঠ থেকে এসব গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, পুটখালী সীমান্তের বারোপোতা মাঠের মধ্য দিয়ে মাদক ও গুলির একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় পাচারকারীরা একটি কার্টন ফেলে পালিয়ে যান। পরে ওই কার্টনের ভেতর থেকে  ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

৪৯ ব্যাটালিয়নের ঘিবা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, উদ্ধার হওয়া মাদক ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজওয়ান২৪/এমএম

আরও পড়ুন
অপরাধ বিভাগের সর্বাধিক পঠিত