বেতন পায় না ফাতেমা মুক্তি চায় তার পরিবার
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে তার সার্বক্ষণিক সঙ্গী গৃহপরিচারিকা ফাতেমা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে খালেদা জিয়া। সেদিন থেকেই তার সেবার জন্য কারাগারে দিন কাটছে ফাতেমা। খালেদার সঙ্গে একই রুমে থাকে ফাতেমা।
কারাগারে যাওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় ফাতেমার। গত প্রায় ১৪ মাসে নিজের দুই সন্তানের সঙ্গে একবারের জন্যও কথা হয়নি তার। এসময়ে তার বাবা রফিকুল ইসলামের সঙ্গে মাত্র ২ বার দেখা করতে পেরেছে সে।
জানা যায়, ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর সংসারের বোঝা কাঁধে নিয়ে খালেদা জিয়ার গৃহপরিচারিকা হিসেবে চাকরি নেয় ফাতেমা। সেসময় বেতন ধরা হয় ২ হাজার টাকা। ১০ বছরে সে বেতন বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার টাকা। তবে ২৪ ঘণ্টা ডিউটিতে থাকতে হয় ফাতেমার। আড়াই তিন বছর পর ছুটি মিলতো। সেসময় সন্তানদের সঙ্গে ফোনে কথা বলতে পারলেও এখন জেলে থাকায় সে সুযোগও নেই।
আগে ফাতেমার বেতনের টাকা খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী মানি অর্ডারের মাধ্যমে তার গ্রামের বাড়ি ভোলাতে পাঠালেও দীর্ঘদিন ধরে সেটাও বন্ধ। এমন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে তার বৃদ্ধ বাবা ও দুই সন্তান। টাকার অভাবে সন্তানদের লেখাপড়া বন্ধের দ্বারপ্রান্তে। ফাতেমার অতিসত্ত্বর মুক্তি চায় তার বাবা।
কিন্তু কবে ফাতেমা মুক্তি পাবে জানে না কেউ। এমনকি খালেদা জিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তার বাবার। খালেদা কিংবা বিএনপির পক্ষ থেকে ন্যূনতম সহযোগিতার আশাও ছেড়ে দিয়েছেন সত্তরোর্ধ্ব রফিকুল ইসলাম।
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও