বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি রাজনৈতিক
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়ায় বিষয়টি ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, ‘আমি বার বার বলেছি, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে ম্যাডাম খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দিবেন কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি চিকিৎসার জন্য প্যারোলে যায়।’
‘সুনির্দিষ্ট কারণ দেখিয়ে প্যারোলে মুক্তির আবেদন করা হয়, তাহলে বিষয়টি সরকার ভেবে দেখবে’- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রবিবার (৭ এপ্রিল) সাংবাদিকদের এ কথা বলেন খন্দকার মাহবুব হোসেন।
এসময় খন্দকার মাহবুব প্যারোলের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, ‘দেশে, ভারতে পাকিস্তানে প্যারোলের যাবার নজির আছে। রাজনৈতিক অঙ্গনে প্যারোলে যাওয়া প্রায় দেখা যায়। আমরা চাই তাকে আইনগতভাবে মুক্তি দেয়া হোক।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার অপর আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আমরা প্যারোলের আবেদন করি নাই।’
জামিন বহালের বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকারের দরখাস্ত ডিসমিসড করে জামিন বহাল রেখেছেন। সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় জামিন কঠিন হবে। এখনো তাঁর দুটি মামলা আছে। এগুলো পেন্ডিং আছে। ইতিমধ্যে কোনো মামলা না দিলে ওই দুটি (জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পেলে তিনি জেল থেকে বের হবেন।’
তিনি আরও বলেছেন, ‘প্যারোলে মুক্তি পেতে হলে একটি সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করতে হবে। তাঁর প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পায়নি।’
নিউজওয়ান২৪/ইরু
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও