ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৪
সর্বশেষ:

বিমানবন্দর থেকে কমলাপুর ছুটবে দেশের প্রথম পাতাল রেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ২৩ জানুয়ারি ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ ২ ফেব্রুয়ারি হচ্ছে। বিমানবন্দর থেকে কুড়িল, নদ্দা, বাড্ডা ছুঁয়ে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রোরেল।

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) আওতায় পাতাল রেললাইন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় থেকে রূপগঞ্জের পিতলগঞ্জ ডিপো নির্মাণের মাধ্যমে প্রাথমিককাজ শুরু হবে। প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল কাসেম ভূঁঞা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দেশের প্রথম পাতাল মেট্রোর কাজ ২৬ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল। তবে, দিনটি পরিবর্তন করে ২ ফেব্রুয়ারি করা হয়েছে। ওই দিনে পাতাল রেললাইন নির্মাণকাজের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমেই মূলত প্রকল্পের অবকাঠামোগত কাজ শুরু হবে।

নিউজওয়ান২৪.কম/এসএ

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত