ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৫
সর্বশেষ:

বিমানবন্দরের পথে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৩, ৪ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

হার্ট অ্যাটাকের পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স ও গাড়িবহর ইতিমধ্যে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

সোমবার বেলা ৩টার দিকে ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হয়। গাড়িটি ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

ওবায়দুল কাদেরকে বিমানবন্দর হয়ে সিঙ্গাপুর নেয়া হতে পারে এই সম্ভাবনা সামনে রেখে আগে থেকেই বিমানবন্দর সড়ক ফ্রি রাখা হয়। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে পৌঁছবে গাড়িবহর।

সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হবে। বিমানবন্দর থেকে সিঙ্গাপুর যেতে সময় লাগবে ৪ ঘণ্টা।

এর আগে উপমহাদেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠি ওবায়দুল কাদেরকে দেখেন। তার পরামর্শেই তাকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে রোববার রাতে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের তিন সদস্যের একটি দল ঢাকায় পৌঁছে।

ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিক মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, সিঙ্গাপুর থেকে একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, একজন পুষ্টি বিশেষজ্ঞ ও একজন টেকনিশিয়ান এসেছেন। তারা ওবায়দুল কাদেরের রিপোর্ট ও তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। ওবায়দুল কাদেরের অবস্থা একটু উন্নতি হয়েছে।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত