বিপিএলে বিদেশি ক্রিকেটার যারা
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচনের কারনে কিছুটা পিছিয়ে গেলে ও শনিবার থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এর ষষ্ঠ আসর। সাতটি দলে দেশি-বিদেশি ক্রিকেট তারকারা মাতিয়ে রাখবে বাংলাদেশের ক্রিকেট। এরই মধ্যে ঢাকা আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। প্রস্তুত বাংলাদেশের ক্রিকেট তারকারাও।
নিউজওয়ান২৪-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো বিদেশি তারকারা কে কোন দলে খেলছেন-
রংপুর রাইডার্স:
রংপুরের হয়ে বিপিএল মাতাবেন টি-টুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স। এছাড়া আছেন অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ওশানে টমাস, শেলডন কটরেল, শন উইলিয়ামস, রবি বোপারা।
ঢাকা ডায়নামাইটস:
ঢাকা ডায়নামাইটসে আছেন এক ঝাঁক ক্যারিবীয় তারকা। কাইরন পোলার্ড, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ইয়ান বেল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
এবার বিদেশি খেলোয়াড় কোটায় চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে দলে ভিড়িয়েছে তারা। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তির মুখে সাবেক এই অজি অধিনায়ককে বিপিএলে আনতে নিয়ম পর্যন্ত বদলেছে বিসিবি। স্মিথ ছাড়া দলটিতে আছেন শহীদ আফ্রিদি, এভিন লুইস, লিয়াম ডসন, শোয়েব মালিক, থিসারা পেরেরা।
খুলনা টাইটানস:
বিপিএলে খুলনার হয়ে দেখা যাবে কার্লোস ব্র্যাথওয়েট, লাসিথ মালিঙ্গা, ডেভিড মালান, ইয়াসির শাহ, পল স্টার্লিং, ব্রেন্ডন টেলর, ডেভিড ভিসেদের।
সিলেট সিক্সার্স:
অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নাকে দেখা যাবে সিলেটের জার্সি গায়ে। এরই মধ্যে ঢাকায় পৌঁছে গেছেন তিনি। এছাড়া আছেন ডেভিড ওয়ার্নার, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, সোহেল তানভীর।
রাজশাহী কিংস:
রাজশাহীর হয়ে খেলবেন মোহাম্মদ হাফিজ, সেকুগে প্রসন্ন, রায়ান টেন ডেসকাট, ইসুরু উদানা।
চিটাগং ভাইকিংস:
মুশফিকুর রহীমের চট্টগ্রামে বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন মোহাম্মদ শেহজাদ, লুক রনকি, সিকান্দার রাজা, দাসুন শানাকা, ক্যামেরন ডেলপোর্ট, নাজিবুল্লাহ জাদরান।
নিউজওয়ান২৪/এএস
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল