বিএনপিসহ জোট-ফ্রণ্টের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ রবিবারের পর
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
বিএনপিসহ ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২ ডিসেম্বর রবিবারের পর। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩০০ আসনে ধানের শীষের প্রতীকে নির্বাচনের জন্য সাড়ে আট শতাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে ২ ডিসেম্বর প্রকাশ করবে বৈধ প্রার্থীদের নাম। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। বৈধ প্রার্থিদের তালিকা হাতে পেলেই বিএনপি চূড়ান্ত করবে কে কোন আসনে তাদের ধানের শীষে লড়বেন।
এছাড়া, নেতাদের নামে থাকা মামলা ও দন্ড, ঋণ খেলাপি এবং বিদ্রোহী প্রার্থী ঠেকাতে একই আসনে একাধিক প্রার্থী দেওয়া হয়েছে। এই বাধা ও সমস্যা অতিক্রম করে যারা শেষ পর্যন্ত টিকবেন তাদের মধ্য থেকে একজন প্রার্থীই বাছাই করে নিবে বিএনপি। ইতিমধ্যে বিএনপির জোট ও ফ্রন্টের মধ্যে আসন ভাগাভাগির ফায়সালা মোটামুটি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হলে তার আসনগুলোতে লড়বেন বিএনপির বিকল্প প্রার্থীরা। গতকাল তিন জন নেতা খালেদা জিয়ার জন্য নির্ধারিত তিন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের আসন ঠাকুরগাঁও-১ এর পাশাপাশি খালেদা জিয়ার আসন বগুড়া-৬ এর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আর বগুড়া-৭ আসনে খালেদার বিকল্প হিসেবে থাকছেন স্থানীয় বিএনপি নেতা মোরশেদ মিল্টন। আর ফেনী-১ আসনে খালেদা জিয়ার পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নির্বাচন পরিচলনা কমিটির প্রধান করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচলনা কমিটির প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
নিউজওয়ান২৪/এএস
- কেন ‘উল্টে’ গেলেন এরশাদ
- বিএনপিতে যে পদ পাচ্ছেন তারেক স্ত্রী জোবাইদা
- এরশাদের এ কেমন অসুখ?
- এরশাদের ‘তেলেসমাতি খেইল’
- আসন ভাগাভাগি নিয়ে বিরোধ, বেকায়দায় ঐক্যফ্রন্ট
- হঠাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহি
- কে হবেন প্রধানমন্ত্রী?
- বিএনপির মনোনয়ন চিঠি
একই আসনে স্বামী-স্ত্রী! - ফের সক্রিয় হচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা?
- ড. কামালের ‘ডাইরেক্ট’ হুমকি
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ড. কামাল
- এরশাদের মেয়ে মৌসুমীর বিরুদ্ধে মামলা
- যেসব তথ্য গোপন করলেন এরশাদ
- ভিডিও কলে স্ত্রীর সঙ্গে মিলন, কী কথা হয় তাদের? (ভিডিও)
- স্বামী তন্ময়ের সঙ্গে মাঠে স্ত্রী, ভোট চাইলেন নৌকায়! ভিডিও